সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০৪:২৯:৫৭

হেরাথ-মিলিন্দার দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার টেস্ট জয়

হেরাথ-মিলিন্দার দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার টেস্ট জয়

স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম টেস্ট নিজেদের করে নেয়ার পর দ্বিতীয় টেস্টেও সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। রঙ্গনা হেরাথ ও মিলিন্দা সিরিবর্দনার দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৭১ রানে অলআউট করে ৭২ রানে সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এদিকে, শনিবার বৃষ্টির কারণে এক বলও মাঠে গড়ায়নি। রোববারও পি সারা ওভাল স্টেডিয়াম ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হয়। এদিন সকালে ১ উইকেটে ২০ রান নিয়ে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুটা ভালোভাবেই শুরু করেছিল সফরকারীরা। দ্বিতীয় উইকেট জুটিতে ৬০ রান যোগ করে লড়াইয়ের স্বপ্ন দেখান সাই হোপ এবং ড্যারেন ব্রাভো। তবে দলীয় ৮০ রানে হোপ সাজঘরে ফিরলে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় সফরকারীরা। ক্যারাবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ড্যারেন ব্রাভো । এছাড়া সাই হোপ করেন ৩৫ রান। এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ভালো করতে পারেনি।যার সুবাধে ৭২ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। শেষ দিকে জোমেল ওয়ারিকান ২০ রান না করলে আরো বড় হতে পারতে সফরকারীদের পরাজয়। শ্রীলঙ্কার পক্ষে রঙ্গনা হেরাথ ৫৬ রানে নেন ৪ উইকেট এবং মিলিন্দা সিরিবর্দনা ৩ উইকেট নেন ২৫ রানে। এছাড়া প্রসাদ এবং পেরেরা একটি করে উইকেট পান। এর আগে শ্রীলঙ্কা তাদের প্রথম এবং দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ২০০ এবং ২০৬ রান করে। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১৬৩ রান করে। ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে