সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০৭:৪২:১৬

কোথায় হবে এশিয়া কাপ, উত্তর মেলবে মঙ্গলবার

কোথায় হবে এশিয়া কাপ, উত্তর মেলবে মঙ্গলবার

স্পোর্টস ডেস্ক: আগামী বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। আর তাই এশিয়ার দেশগুলো চাচ্ছেন টি-টোয়ান্টি বিশ্বকাপের আগে নিজেদের কিছুটা ঝালিয়ে নিতে একটি টুর্নামেন্ট আয়োজন করতে। এর আগে টানা দুটি এশিয়া কাপের আয়োজন করেছিল বাংলাদেশ। তাই এবার সম্ভাবনাও ছিল ক্ষীণ। কিন্তু হঠাৎ করেই পাকিস্তান-ভারত ক্রিকেট প্রধানদের বৈঠকে শিব সেনাদের হামলার ঘটনায় বাংলাদেশেই এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। বুধবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। এই সভাতেই নির্ধারণ হবে এশিয়া কাপ আয়োজকের ভাগ্য। এবারের এশিয়া কাপের আয়োজক হবে কোন দেশ, ভারত নাকি বাংলাদেশ। এই সভায় অংশ নিতে রোববার রাতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামুদ্দিন চৌধুরী। বাংলাদেশের সিইও এ বিষয়ে বলেন, ‘এটা নির্ভর করছে ভারতের ওপর। ভারত ক্রিকেট বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তারা করবে তাহলে আমাদের আর সুযোগ থাকবে না। আবার তারা যদি সময় নেয় সেক্ষেত্রে তাদের কালই সিদ্ধান্ত জানাতে হবে। তবে যদি তারা আয়োজন না করার সিদ্ধান্ত এসিসিকে জানিয়ে দেয় তাহলে আমরা প্রস্তাব করবো। তবে এশিয়া কাপ কোন দেশে হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিবে এসিসি।’ ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে