সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০৮:১৯:৩১

চুক্তি শেষ হওয়ার আগেই পাকিস্তানি ক্রিকেট কোচ থেকে সরে দাঁড়ালেন আকরাম

চুক্তি শেষ হওয়ার আগেই পাকিস্তানি ক্রিকেট কোচ থেকে সরে দাঁড়ালেন আকরাম

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দল থেকে কোচ পদত্যাগ, খেলোয়াড়দের ভেতরে মারামারির বিষয়টি নতুন কোন ঘটনা নয়। এমনকি পাকিস্তানি খেলোয়াড়ের দ্বারা কোচকে মারার জন্য হুমড়ি খেয়ে আসারও বেশ নজির আছে। এবার পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট একাডেমীর (এনসিএ) প্রধান কোচ থেকে সরে দাড়ালেন মোহাম্মদ আকরাম । চুক্তি শেষ হবার তিন মাস আগেই নিজেকে সরিয়ে নিলেন এই পাকিস্তানি। গত শনিবার পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন আকরাম বলে সোমবার জানায় পাকিস্তানের একটি গণমাধ্যম। মোহাম্মদ আকরাম ২০১২ সালে এক বছরের চুক্তিতে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ পদে নিযুক্ত হন। পরবর্তীতে পাকিস্তান জাতীয় দলের কোচ হিসাবে ওয়াকার ইউনুস যোগ দিলে তাকে পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট একাডেমীর প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়। আকরাম বর্তমানে ইংল্যান্ডে বসবাস করেন। পাকিস্তানের হয়ে ১৯৯৫-১৯৯৬ এবং ২০০০-২০০১ সালে মোট ৯টি টেস্ট ম্যাচ এবং ২৩ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে