সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ১১:৪৪:০২

সুয়ারেজের হ্যাটট্রিকে মেসিহীন বার্সার স্বস্তির জয়

সুয়ারেজের হ্যাটট্রিকে মেসিহীন বার্সার স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক: ইনজুরিতে পড়ে মাঠের বাহিরে রয়েছেন বার্সার তারকা লিওনেল মেসি। আর সে সুযোগটা যেন কাজে লাগাচ্ছেন নেইমার থেকে শরু করে সুয়ারেজও। এই তো সেদিন নেইমারে দুর্দান্ত চার গোলের পর এবার তিন গোল করে দেখালেন উরুগুইয়ান সুপারস্টার লুইস সুয়ারেজ। যার সুবাধে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এ জয়ে পয়েন্ট টেবিলে তিন থেকে দুইয়ে উঠলো বার্সা। সমান ২১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় রিয়াল মাদ্রিদের শীর্ষস্থান অক্ষুন্নই থাকল। লিওনেল মেসির অনুপস্থিতিতে তার যায়গায় খেলছেন সান্দ্রো রামিরেজ। অন্যদিকে, অনুশীলনে ফিরলেও আন্দ্রেস ইনিয়েস্তাকে স্কোয়াডে রাখেননি কোচ এনরিকে। ন্যু ক্যাম্পে ৪-৩-৩ ফর্মেশনে খেলা বার্সার হয়ে প্রথম একাদশে মাঠে নামেন ক্লদিও ব্রাভো, দানি আলভেজ, মার্ক বারত্রা, জেরার্ড পিকে, জর্ডি আলভা, হাভিয়ের মাশ্চেরানো, ইভান রাকিটিচ, সার্জিও বুসকেটস, সান্দ্রো রামিরেজ, নেইমার ও সুয়ারেজ। খেলা শুরুর মাত্র ১০ মিনিটের মাথায় বার্সাকে চমকে দেয় এইবার। স্প্যানিশ স্ট্রাইকার বোর্জা বাস্টনের গোলে লিড নেয় ভিজিটররা। তবে সেই কষ্ট মনে পুষে রাখতে হয়নি নেইমারাদের।প্রথময়ার্থের ২১ মিনিটে সান্দ্রো রামিরেজের ক্রসে দলের হয়ে গোলের সূচনা করেন সুয়ারেজ। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় এনরিকের সৈন্যরা। উপর থেকে যুদ্ধের কলকাটি নাড়ানো এনরিকের সৈন্যরা মাত্র তিন মিনিটের মাথায়ই লিড নিয়ে আনন্দে ভাসায় উপস্থিত দর্শকদের। নেইমারের দেয়া বলে জোড়া গোল পূরণ করেন সুয়ারেজ। এরপর ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন বুসকেটস-রাকিটিচরা। তবে বল দখলে রেখে এইবারের ডিফেন্স ব্যস্তই রাখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রেফারির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ৮৩ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মাশ্চেরানোকে। দশ জনের দলে পরিণত হলেও বার্সার খেলায় তেমন একটা প্রভাব পড়েনি। ম্যাশ্চেরানোর প্যাভিলিয়নে ফেরার মাত্র দুই মিনিট বাদেই হ্যাটট্রিকের উচ্ছ্বাসে মাতেন সুয়ারেজ। এবারও সেই পাসের নেপথ্য কারিগর নেইমার। ব্রাজিলিয়ান সেনসেশনের বাড়ানো বলটি নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান সাবেক লিভারপুল তারকা। ম্যাচ শেষে প্রত্যাশিত জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা। ২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে