মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ১২:২৯:৫৫

বাঙালির ভাবাবেগে আঘাত দিয়েছেন গাম্ভীর : মনোজ

বাঙালির ভাবাবেগে আঘাত দিয়েছেন গাম্ভীর : মনোজ

স্পোর্টস ডেস্ক : বাঙালি ভাবাবেগ ও সৌরভগাঙ্গুলীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন গৌতম গাম্ভীর। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন পশ্চিমবাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। শনিবার ফিরোজ শাহ কোটলায় রঞ্জি ম্যাচ চলাকালীন দিল্লি অধিনায়ক গাম্ভীরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মনোজ। পরিস্থিতি এমন ছিল যে, একে অপরকে মারতে উদ্যত হন দুই খেলোয়াড়। বিবাদ মেটাতে গিয়ে আম্পায়ারও আক্রান্ত হন বলে অভিযোগ। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ফের গাম্ভীরের বিরুদ্ধে তোপ দাগলেন মনোজ তিওয়ারি। গতকাল সংবাদমাধ্যমকে মনোজ জানান, “আমরা বাংলার হয়ে খেলি। গাম্ভীর বাঙালি কমিউনিটিকে টার্গেট করে কথা বলেছিল। তা মেনে নিতে পারিনি।” একইসঙ্গে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের বিরুদ্ধে তার অভিযোগ, “সৌরভকে নিয়েও প্রাদেশিক মন্তব্য করেছিল ও (গাম্ভীর)।” ঘটনা প্রসঙ্গে তার সঙ্গে CAB প্রেসিডেন্ট সৌরভের কথা হয়েছে বলেও জানিয়েছেন মনোজ। তিনি বলেন, “সৌরভকে আমি পুরো বিষয়টাই জানিয়েছি। সব শুনে সৌরভ খুব ব্যথিত। ওর নাম ওঠাটা মেনে নিতে পারেনি।” বাংলা শিবির সূত্রে খবর, গম্ভীর ও দিল্লি টিমের এ হেন ব্যবহার মেনে নিতে পারছে না তারা। কিন্তু, ঠিক কী বলেছিলেন গম্ভীর ? সে বিষয়ে খোলসা না করলেও ইঙ্গিত দিয়েছেন মনোজ, “ক্রিকেট ম্যাচে স্লেজিং হতেই পারে। কিন্তু, কোথায় থামতে হয়, জানা দরকার। কারোর মা’কে নিয়ে কথা বলা উচিত নয়।” মনোজের অভিযোগের প্রেক্ষিতে গতরাতেই বিবৃতি দিয়েছেন গৌতম গাম্ভীর। সংবাদমাধ্যমে প্রকাশিত তার বিবৃতিতে বলা হয়েছে, “মনোজ তিওয়ারি আমার নামে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে। সৌরভ আমার প্রিয় ভারতীয় অধিনায়ক। ওর অধীনেই আমি ভারতীয় দলের হয়ে প্রথম খেলেছি। ওকে আমি ভালোবেসে দাদা বলে ডাকি। এমন একজনের বিরুদ্ধে কুরুচিকর কোনও কথা বলতে পারি না। সস্তা জনপ্রিয়তার জন্য মনোজ এটা করছে।” তিনি বাঙালি ভাবাবেগে আঘাত করেছেন, এই অভিযোগও খণ্ডন করেছেন KKR অধিনায়ক, “বহুবার বলেছি। কলকাতা আমার দ্বিতীয় বাড়ি। ওখানকার ফ্যানেদের থেকে যা সমর্থন পাই, তা অন্য কোথাও পাই না। আমার বিরুদ্ধে যা বলা হয়েছে, তা ভিত্তিহীন ও অত্যন্ত দুর্ভাগ্যজনক।” এদিকে, শনিবারের ঘটনায় গৌতম গাম্বীরের ম্যাচ ফি-র ৭০ শতাংশ এবং মনোজ তিওয়ারির ৪০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে। বিষয়টি নিয়ে খোঁজখবর করা হচ্ছে বলেও জানিয়েছেন BCCI সচিব অনুরাগ ঠাকুর। ২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে