মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৩:৪৭:৩০

ডি’ভিলিয়ার্সের সাফল্যের রহস‍্য জানালেন গাভাস্কার

ডি’ভিলিয়ার্সের সাফল্যের রহস‍্য জানালেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : একেই লজ্জাজনক হার, তার ওপর এই প্রথম দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে একদিনের সিরিজে পরাজয়। রোববার মারাঠা নগরীর ওয়াংখেড়েয় ভারতের পারফরমেন্স দেখে চমকে গেছে ভারতের ক্রিকেট মহল। বিশেষ করে বোলারদের হতশ্রী চেহারা দেখে। সুনীল গাভাস্কার বলেছেন, বোলিং পরিবর্তনের সময় পরিকল্পনার অভাব ছিল মহেন্দ্র সিং ধোনির মধ্যে। কিন্তু ভারত অধিনায়কের কাছে আর কোনও বিকল্প পথও খোলা ছিল না বলে মন্তব‍্য করেছেন গাভাস্কার। তার কথায়, ‘আগেও দেখা গেছে যে, বোলিং পরিবর্তনের সময় কিছু ভাবনা ঠিক করে রাখে ধোনি। কিন্তু, সত্যি বলতে কী, রবিবার কোনও বোলারই ক্লিক করেনি।’ একদিনের সিরিজের শেষ ম্যাচে প্রোটিয়া ব্যাটসম্যানদের হাতে যেভাবে বেধড়ক মার খেয়েছেন ভারতীয় বোলাররা, তাতে ভারতীয় বোলিংয়ের কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়ায় খুবই চিন্তিত গাভাসকার। বলেছেন, ‘এই ভারতীয় দলের সব থেকে চিন্তার জায়গা হল বোলিং। টোয়েন্টি ২০ এবং একদিন, দুই সিরিজেই আমরা দেখলাম, ভারতীয় বোলাররা কতটা সাধারণ মানের। ওয়াংখেড়ের পিচে টার্ন আছে, বাউন্স আছে। অথচ সেগুলো কাজে লাগিয়ে কোনও বোলারই বল করতে পারেনি। জোরে বোলাররা তো ক্রমাগত শর্ট পিচ ডেলিভারি দিয়ে গেল, কিন্তু সেটা ঘণ্টায় ১৩৫ কিমি গতিতে। এই গতিতে দক্ষিণ আফ্রিকাকে বিপদে ফেলা যাবে না। যদি বাউন্সারেই ওদের ঘায়েল করতে হয়, তা হলে ঘণ্টায় ১৪৫ কিমি গতির আশেপাশে রাখতে হবে। কিন্তু সেটা করতে না পারায় ভুবনেশ্বর এবং মোহিত প্রচুর রান দিয়ে ফেলল।’ চোটের জন্য অশ্বিন খেলতে পারছেন না। গাভাস্কার মনে করেন, অশ্বিনকে খুবই মিস করছে ভারত। কিন্তু ওকে দিয়ে বোলিং করানোর জন‍্য তাড়াহুড়ো না করানোই ভাল। তিনি বলেছেন, ‘জানি, অশ্বিন খেলার জন‍্য মুখিয়ে আছে। তৃতীয় একদিনের ম্যােচর আগে নেটে ওর বোলিং দেখেছিলাম। তবে আমি বলব, ওর পিঠের ব্যথা পুরোপুরি সারিয়েই মাঠে নামা উচিত।’ শুধুই কি ভারতীয় বোলিংয়ের ব্যর্থতা? প্রোটিয়াদের কৃতিত্ব নেই? গাভাস্কার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এবি ডি’ভিলিয়ার্সকে। বলেছেন, ‘ও হল সুপারম্যান। অবিশ্বাস্য। ডি’ভিলিয়ার্সের সাফল্যের রহস‍্য হল, ও খুব ভাল বোলারের মনের অবস্থা পড়তে পারে। তার পরই মারার জন‍্য চকিতে নিজের পজিশন নেয়। টেস্ট সিরিজে ওকে আটকানোর উপায় ভারতকে খুঁজে বের করতেই হবে।’ ২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে