মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৩:৫৪:০৩

ভারতকে সান্তনা দিয়ে যা বললেন ডি’ভিলিয়ার্স

ভারতকে সান্তনা দিয়ে যা বললেন ডি’ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক : সিরিজে তিনটে শতরান। শেষ ম্যাচে চোখ–ধাঁধানো ১১৯। সঙ্গে রয়েছে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার। কিন্তু তবুও আনন্দে ভেসে যেতে রাজি নন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি’ভিলিয়ার্স। বরং নিজের বা কুইন্টন ডি’ককের থেকে ফাফ ডু’প্লেসিসের শতরানকেই বড় করে দেখছেন তিনি। যেভাবে পায়ের শিরায় টান নিয়েও অসাধারণ শতরান করেছেন ডু’প্লেসিস, তাতে মুগ্ধ প্রোটিয়া অধিনায়ক। ম্যাচের পর তিনি বলেন, ‘ফাফ নিজের ইনিংসের জন‍্য যথাযথ স্বীকৃতি পায়নি। এমন একটা কঠিন সময়ে ও ব্যাট করতে এসেছে, যখন ভারতীয় স্পিনাররা সবে পিচে শাসন করা শুরু করেছে। কিন্তু তাতে ঘাবড়ে না গিয়ে ও নিজের কাজটা করে গেছে। সবাই দেখেছে কী পরিস্থিতির মধ্যে ফাফ ব্যাট করছিল। কিন্তু তাতেও ও খেলে গেছে। তাই আমার মনে হয়, তিনটি শতরানের মধ্যে ওরটাই সেরা।’ এই নিয়ে ৬ বার একদিনের ম্যাচে ৪০০ রানের গণ্ডি পেরোল দক্ষিণ আফ্রিকা। ভারতকে টপকে গেল। কখনও কি ভেবেছিলেন দল এত রান তুলতে পারবে? ডি’ভিলিয়ার্সের জবাব, ‘মোটেই না। ব্যাট করতে নামলে আমি স্কোরের কথা মাথায় রাখি না। আমি জানি আমার দলের হাতে উইকেট আছে। তাই যে–কোনও একজনকে খেললেই হবে।’ তবে ডি’ভিলিয়ার্স স্বীকার করে নিলেন, রবিবারের ম্যাচই অধিনায়ক হিসেবে তার সেরা ম্যাচ। ‘সত্যি বলতে, এটা আমার কাছে একটা বিশাল মাপের ম্যাচ ছিল। আমার অধীনে এটাই দলের সেরা ম্যাচ। ব্যাটিং এবং বোলিংয়ে নিজেদের সেরাটা দেওয়ার জন্য দলের সমস্ত খেলোয়াড়কে ধন‍্যবাদ জানাই।’ একদিনের ক্রিকেট বা টি ২০–তে ভারত র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার থেকে এগিয়ে। তা সত্ত্বেও সিরিজ হারতে হয়েছে। সামনেই টেস্ট সিরিজ। তবে টেস্ট সিরিজ নিয়ে ডি’ভিলিয়ার্স জানালেন, যতই ভারতের র‍্যাঙ্কিং ৬ হোক, তারা টেস্টে ঠিক ফিরে আসবে। ‘দুটো সিরিজ পরপর জেতায় আমরা খুশি ঠিকই। কিন্তু আমার মনে হয় টেস্ট সিরিজটা কঠিন হতে চলেছে। ভারত ঠিক ফিরে আসবে। তাদের সেই ক্ষমতাটা আছে’, জানালেন ডি’ভিলিয়ার্স। একদিনের সিরিজে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট পেয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার রাবাদা। তবে তিনি জানালেন, প্রথম ম্যাচে ধোনির বিরুদ্ধে করা শেষ ওভারটাই তার কাছে সেরা। বলেন, ‘এর আগে আমি ধোনিকে বল করিনি। তবে জানতাম ও কি করতে পারে। সেটাই আমাকে আত্মবিশ্বাস জোগায় এবং ম্যাচটা আমরা জিতে যাই।’ ২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে