শিরোপা ধরে রাখলেন বার্ডিচ
স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের জ্যাক সককে সরাসরি সেটে পরাজিত করে স্টোকহোম ওপেনের শিরোপা ধরে রেখেছেন চেক প্রজাতন্ত্রের শীর্ষ বাছাই টমাস বার্ডিচ। রোববার ফাইনালে বার্ডিচ বিস্ময়করভাবে ফাইনালে ওঠা জ্যাক সককে ৭-৬ (৭/১), ৬-২ গেমে পরাজিত করে শিরোপ জিতেছেন।
বিশ্বের পাঁচ নম্বর তারকা বার্ডিচের এটা ১২তম ও চলতি বছরের দ্বিতীয় ক্যারিয়ার শিরোপা। অক্টোবরের শুরুতে তিনি শেনজেন ওপেনের মাধ্যমে বছরের প্রথম শিরোপা জয় করেছিলেন। ২০১২ সালে স্টোকহোমে সুইডিশ টুর্নামেন্ট বিজয়ী বার্ডিচ ম্যাচ শেষে বলেছেন, আমি এখানে ইতিহাস রচনা করতে এসেছিলাম, সেটা করতে পেরে আমি খুশী। কখনো কখনো বিশের এমন কিছু জায়গায় খেলতে ভাল লাগে যেখানে সহজেই স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। আমার জন্য স্টোকহোম হচ্ছে সেরকম একটি জায়গা। নিজের শিরোপা ধরে রাখতে পেরে আমি সত্যিই আনন্দিত।
২৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ