ফিওরেনটিনাকে পিছনে ফেলে শীর্ষে রোমা
স্পোর্টস ডেস্ক: মোহাম্মদ সালাহ ও গারভিনহোর প্রথমার্ধের গোলে ফিওরেনটিনাকে ২-১ গোলে পরাজিত করে সিরি-আ টেবিলের শীর্ষে উঠে এসেছে রোমা। এই জয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে উঠে আসলো গিয়ালোরোসিরা।
অন্যদিকে গতকাল পর্যন্ত শীর্ষে থাকা ফিওরেনটিনা পরাজিত হয়ে দুই পয়েন্ট পিছিয়ে নাপোলির সাথে সমান ১৮ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তৃতীয় স্থানে নেমে এসেছে। আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইনের একমাত্র গোলে শিয়েভোকে হারিয়ে নাপোলি টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শনিবার পালেমোর সাথে ১-১ গোলে ড্র করে সিরি-আ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে ইন্টার মিলান। নয় ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৮। সমান পয়েন্ট নিয়ে মিলানের পরে পঞ্চম স্থানে রয়েছে লাজিও।
এদিকে চ্যাম্পিয়নস জুভেন্টাস রোমার থেকে আট পয়েন্ট পিছিয়ে ১২তম স্থানে রয়েছে। যদিও আর্জেন্টাইন পাওলো ডিবালা ও ক্রোয়েশিয়ান মারিও মানজুকিচের গোলে রোববার আটলান্টাকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। মানজুকিচের গোলটিতেও সহায়তা করেছেন ডিবালা। নয় ম্যাচে তুরিনের জায়ান্টদের এবারের মৌসুমে এটি তৃতীয় জয়।
রোমা বর্তমানে চালকের আসনে থাকলেও দলের ফ্রেঞ্চ কোচ রুডি গার্সিয়া এখনই নিজেদের ফেবারিট মানতে নারাজ। ম্যাচ শেষ স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘আমরা এখানে শীর্ষস্থানটি দখল করতেই এসেছি। সে কারনেই গেম প্ল্যান অনুযায়ী ম্যাচটি জিততে পেরে আমরা খুশী। খেলোয়াড়রা সঠিক পথেই আছে। আমাদের নিজেদের ওপর বিশ্বাস আছে, কিন্তু আমাদের এটা ধরে রাখতে হবে। কারন এখনো অনেক পথ বাকি রয়েছে।’
তিনি আরো বলেন, রক্ষনভাগেও অবদান রাখার পাশাপাশি নিজেদের দারুনভাবে প্রমান করেছে গারভিনহো ও সালাহ। তারা আজ সত্যিই দূর্দান্ত খেলেছে।
সাবেক ক্লাব ফিওরেনটিনার মাটিতে ফিরে আসাটা মিশরীয় তারকা সালাহর জন্য খুব একটা সুখকর ছিলনা। কারন এখনো গ্রীষ্মকালীন দলবদলে তার ক্লাব পরিবর্তন নিয়ে বিতর্ক রয়ে গেছে। সে বল ধরার সাথে সাথে পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়েছে। সাত মিনিটে মিডফিল্ডার রাদজা নাইগোলানের পাস থেকে কার্লিং শটের মাধ্যমে ফিওরেনটিনার গোলরক্ষক সিপরিয়ান টাটারুসানুকে পরাস্ত করেন সালাহ। এই গোলের পরে সালাহ অবশ্য কোন ধরনের উদযাপনের সাথে নিজেকে জড়াননি। এরপর স্বাগতিকরা বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন। ফাকুনডো রোনাগিলা ও নিকোলা কালিনিচের প্রচেষ্টা অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে পায়নি। ৩৪ মিনিটে গারভিনহোর গোলে ব্যবধান দ্বিগুণ করার পাশপাশি নিজেদের আরো এগিয়ে নিয়ে যায় রোমা। বিরতির পরেও আক্রমনাত্মক কৌশল ধরেই খেলা চালিয়ে যাচ্ছিল ফিওরেনটিনা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে তারা কাঙ্খিত গোলের দেখা পায়নি। ইনজুরি টাইমে বদলী খেলোয়াড় খুমা বাবাকার এক গোল পরিশোধ করলে তা পরাজয় আটকাতে পারেনি। ম্যাচে পরাজয়ের পিছনে ভিওলা কোচ পাওলো সোসা সুযোগের অপচয়কেই দায়ী করেছেন।
২৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ