বিপিএলে রংপুরের প্রথম ম্যাচে সাকিবকে না পাওয়ার শঙ্কা
স্পোর্টস ডেস্ক: ঘরের দুয়ারে কড়া নাড়ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সব ঠিক থাকলে আগামী ২২ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় আসরের বল। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচে নাও দেখা যেতে পারে। কারণ আসন্ন নভেম্বরের শেষের দিকে বাবা হতে যাচ্ছেন তিনি। সোমবার এই অলরাউন্ডার নিজেই ঘোষণা দিয়েছেন যে তিনি কন্যা সন্তানের জনক হতে যাচ্ছেন।
এই মুহূর্তে সাকিব-শিশির দুজনই অবস্থান করছেন আমেরিকায়। সেখানেই তাদের প্রথম সন্তান জন্ম নেবে, এমন আশায় প্রহর গুণছেন তারা দুজন। অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়াতে বিসিবি থেকে ছুটি নিয়ে তিনি চলে যান। কিন্তু হঠাৎ করেই জিম্বাবুয়ে সিরিজটির সময়-সূচি ঠিক হওয়াতে দেশে ফিরছেন তিনি।
আগামী ৩১শে অক্টোবর শনিবার দেশে ফিরছেন সাকিব। সাকিবের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ও ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির রহমান। জানা যায় সাকিব গতকালই বিসিবিতে ফোন দিয়ে শনিবার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। এই বিষয়ে সাব্বির খান বলেন, ‘সাকিব জানিয়েছেন সে শনিবার দেশে ফিরে রিপোর্ট করবে।’
তবে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনটি একদিনের ম্যাচ এবং দুটি টি-টোয়েন্টি খেলে ফের ১৬ নভেম্বরই শিশিরের কাছে ফিরবেন তিনি। বিপিএলের প্রথম ম্যাচ খেলা নিয়ে দোটানায় আছেন। তার একান্ত ইচ্ছা ২১ নভেম্বরই মেয়ের মুখ দেখে, পরদিন ফিরবেন।
এদিকে বিপিএলে ২২ নভেম্বরে সাকিবের দল রংপুর রাইডার্স এবং চিটাগাং ভাইকিংসের খেলা রয়েছে। আর এই ম্যাচ দিয়ে বিপিএলের তৃতীয় আসর মাঠে গড়াচ্ছে।
রংপুর রাইডার্সের কর্মকর্তারা বিষয়টি মানবিক হিসেবে দেখছেন, ‘এই সময়টা সকলের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তিনি চাইলে মেয়েকে দেখেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’
একটি সূত্র বলছে, রংপুর রাইডার্সের মালিক মুস্তফা রফিকুল ইসলাম সাকিবকে জানিয়ে দিয়েছেন তিনি চাইলে ওই সময়ে যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। তবে সাকিব এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।
২৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ