মেরাজের বোলিং তোপে বিপাকে ঢাকা মেট্রো
স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রো তাদের প্রথম ইনিংসে খুলনার বিপক্ষে পেলেও মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে তারাই এখন বিপাকে পড়েছে। তৃতীয় দিনের খেলা শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ ৫ উইকেটে ১২২ রান। ৫ উইকেটের ৩টি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দিন শেষে আসিফ আহমেদ ও শরিফউল্লাহ ১০ করে রানে অপরাজিত আছেন। ঢাকা মেট্রোর লিড দাঁড়িয়েছে ১৫৪ রান।
১৭তম জাতীয় ক্রিকেট লিগে পঞ্চম রাউন্ডে প্রথম স্তরের এই ম্যাচে প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর ৩৯৯ রানের জবাবে ৩৬৭ রান করেছিল খুলনা বিভাগ।
দ্বিতীয় দিনের ৪ উইকেটে ২০৪ রান নিয়ে সোমবার তৃতীয় দিনে খেলতে নামে খুলনা। আগের দিনে সেঞ্চুরি করা ইমরুল কায়েস এ দিন দেড়শো রান পূরণ করেছেন। হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন নুরুল হাসানও। এই ২ জনের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্নও দেখছিল খুলনা। কিন্তু মাত্র ৬৬ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৩৬৭ রানে অলআউট হয়ে যায় তারা।
৩২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রোর শুরুটা বেশ ভালই হয়। উদ্বোধনী জুটিতে শামসুর রহমান ও মেহেদী মারুফ মিলে ৬৯ রান যোগ করেছেন। তবে শামসুরের (৪২) বিদায়ে এই জুটি ভাঙার পরই বিপদে পড়ে ঢাকা মেট্রো। শেষ অবধি ৫ উইকেট হারিয়ে ১২২ রান জমা করে স্কোরবোর্ডে।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো, প্রথম ইনিংসঃ ৩৯৯/১০, ১১৫.১ ওভার (শামসুর ১৪৪, মাহমুদউল্লাহ ১৩২, শরীফউল্লাহ ৩৯, আরাফাত সানী ১৯*; মিরাজ ৫/৯৬, রাজ্জাক ৩/১১৩, রবিউল ২/৭১)
ঢাকা মেট্রো, দ্বিতীয় ইনিংসঃ ১২২/৫, ৪৪.১ ওভার (মেহেদী মারুফ ৪৪, শামসুর রহমান ৪২, আসিফ আহমেদ ১০*, শরিফউল্লাহ ১০*; মেহেদী হাসান মিরাজ ৩/৩৩, আবু বক্কর ২/৮)
খুলনা বিভাগ, প্রথম ইনিংসঃ ৩৬৭/১০, ১০৩ ওভার (ইমরুল ১৬৩, নুরুল ৭৬, মিরাজ ২৮, এনামুল ২৪; আবু হায়দার ৪/৭৯, আসিফ ২/১০, মাহমুদউল্লাহ ২/৮০)
২৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ