মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৯:৪৩:৪৫

আবারও মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আবারও মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে ওই দুই গুরুত্বপূর্ণ ম্যাচে থাকছেন না আর্জেন্টিনা সুপার স্টার লিউনেল মেসি ও সের্হিও আগুয়েরো। চোটের কবলে পড়া এই দুই ফরোয়ার্ডকে ছাড়াই সোমবার দল ঘোষণা করেছেন কোচ জেরার্দো মার্তিনো। প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে নিজেদের মাঠে একুয়েডরের কাছে হেরে যায় আর্জেন্টিনা। পরের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একুয়েডরের বিপক্ষে ম্যাচেই পায়ে চোট পেয়েছিলেন ম্যানচেস্টার সিটির আগুয়েরো। আর বার্সেলোনার হয়ে খেলতে নেমে হাঁটুর চোটে এর আগেই সাত-থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান মেসি। দলের আক্রমণভাগে আছেন বোকা জুনিয়র্সের অভিজ্ঞ কার্লোস তেভেস ও ইউভেন্তুসের তরুণ ফরোয়ার্ড পাওলো দিবালা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের মধ্যে এখন সাত নম্বরে আছে আর্জেন্টিনা। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে বুয়েনস আইরেসে আগামী ১২ নভেম্বর খেলবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর কলম্বিয়ায় খেলতে যাবে মার্তিনোর দল। ২৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে