মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ১১:১৮:৪৯

আফ্রিদির ছক্কার রেকর্ডটি ভেঙে বিশ্ব রেকর্ড করেছেন ডি ভিলিয়ার্স

আফ্রিদির ছক্কার রেকর্ডটি ভেঙে বিশ্ব রেকর্ড করেছেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে আফ্রিদির একটি হেভিওয়েট রেকর্ড দীর্ঘদিন ছিল। কিন্তু তার এই রেকর্ডটি আর নেই। বর্তমান ক্রিকেট বিশ্বের এক দানব ভেঙে দিয়েছেন এই রেকর্ড। সর্বাধিক ছক্কা মেরে পাকিস্তানের ক্রিকেটার আফ্রিদি গড়েছিলেন এই রেকর্ড। আর এরই মধ্যে আফ্রিদির কাছে পৌঁছে গেছে ওয়ানডে ক্রিকেটে তার রেখে যাওয়া ছক্কার রেকর্ডটি আর নেই। বিস্ফোরক ব্যাটিংয়ে তার রেকর্ড ভেঙে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ভারতের বোলাররা যেন সহজ করে দিয়েছেন ভিলিয়ার্সের পথ। দুই দেশের ওয়ানডে ম্যাচের ফলাফল নির্ধারনী ম্যাচে ১১ টি ছক্কা মারেন ভিলিয়ার্স। এক বছরে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটি এখন তার। অন্যদিকে এক বছরে ছক্কার হাফসেঞ্চুরিও করেন তিনি। ২০০২ সালে (গোটা বছর) ৪৮ টি ছক্কা মেরে এই রেকর্ডটি করেছিলেন আফ্রিদি। আর ১৩ বছর পর ভিলির কাছে এই রেকর্ডটি হারান আফ্রিদি। ওয়ানডে থেকে বিদায় নেয়া আফ্রিদির কোনো সুযোগ নেই এই রেকর্ড ফের নিজের করে নেয়ার। আফ্রিদি এর আগে ৩৭ বলে সেঞ্চুরি করার রেকর্ডটি হারিয়েছেন। ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করার মালিকও এই ভিলি। ২০১৫ সালে এরই মধ্যে ৫৮ টি ছক্কা মেরেছেন এবি ডি ভিলিয়ার্স। ২৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে