স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার নায়ক কে? এই প্রশ্নের উত্তর হয়তো সবারই জানা। তবে এই রেকর্ডে সেরা দশে যারা রয়েছেন সেটা এক ধরনের বিচিত্র চিত্রই বটে। সাত জনই সাবেক ওয়ানডে ক্রিকেটারদের কাতারে রয়েছেন। মাত্র ৩ জন ক্রিকেটার রয়েছেন বর্তমানেও ক্রিকেট খেলে যাচ্ছেন। এদের মধ্যে সবার প্রথমে উল্লেখ করা যায় এবি ডি ভিলিয়ার্সের নাম।
সার্বিক বিচারে বেশ এগিয়ে পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদির একটি রেকর্ড ভেঙ্গে তাক লাগান সবাইকে। আর সেটি হল এক বছরে সর্বোচ্চ ছক্কা মারার দিক থেকে। এখানেও উঠে আসার সম্ভাবনা রয়েছে তার। অন্যদিকে ক্রিস গেইলের ছিল প্রবল সম্ভাবনা।
কিন্তু নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্ক ভালো না হওয়ার দেশের ক্রিকেট থেকে মাঠের বাইরে তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে আর দর্শক হিসাবেই থাকতে হবে গেইলকে।
সর্বশেষ হিসেব অনুযায়ি ওয়ানডেতে সেরা ছক্কা মারা ব্যাটসম্যানদের চিনে নিন-
ব্যাটসম্যান ইনিংস ছক্কা
শহিদ আফ্রিদি ৩৬৯ ৩৫১
সনাৎ জয়াসুরিয়া ৪৩৩ ২৭০
ক্রিস গেইল ২৬৪ ২৩৮
শচীন টেন্ডুলকার ৪৫২ ১৯৫
ব্রেন্ডন ম্যাককালাম ২২৩ ১৯০
সৌরভ গাঙ্গুলি ৩০০ ১৯০
মহেন্দ্র সিং ধোনি ২৩৬ ১৮৮
এবি ডি ভিলিয়ার্স ১৮৭ ১৮১
রিকি পন্টিং ৩৬৫ ১৬২
ক্রিস কেয়ার্নস ১৯৩ ১৫৩
২৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর