আইসিসি র্যাঙ্কিংয়ে আমূল পরিবর্তন, বিশ্বসেরা ইমরান তাহিরের উপরে সাকিব
স্পোর্টস ডেস্ক : আইসিসিতে এসেছে আমূল পরিবর্তন। কয়েকদিন আগে ওয়ানডে ক্রিকেটে নাম্বার ওয়ান বোলার হন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। কিন্তু কাকতালীয় ভাবে সেই ইমরান তাহিরের উপরে এখন যায়গা পেয়েছেন বাংলাদেশের আইকন সাকিব আল হাসান।
শুধু সাকিব আল হাসান নয়, দারুণ উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের। সেরা থেকে পাঁচ নম্বরে চলে গেছেন ইমরান তাহির।
আর দুই ধাপ উন্নতি হয়ে সাকিবের অবস্থান এখন সেরা চারে। ৭১৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে উঠে এসেছেন মিচেল স্টার্ক। ৭০৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছেন সুনীল নারিন। ৭০৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছেন ট্রেন্ট বোল্ট।
এরপরে ৬৯০ পয়েন্ট নিয়ে সেরা চার নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। ৬৮৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছেন ইমরান তাহির। এ ছাড়া মিচেল জনসন ৭ নম্বরে (৬৭২ পয়েন্ট), মরনে মরকেল ৮ নম্বরে (৬৬৬ পয়েন্ট), সাঈদ আজমল ৯ নম্বরে (৬৫৫ পয়েন্ট) ও রবিচন্দ্রন অশ্বিন ১০ নম্বরে (৬৪০ পয়েন্ট) রয়েছেন।
২৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�