মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৩:২৪:১৭

টেস্টকে টি-টোয়েন্টি বানিয়ে জয় তুলে নিলেন সোহাগ-নাফিস

টেস্টকে টি-টোয়েন্টি বানিয়ে জয় তুলে নিলেন সোহাগ-নাফিস

স্পোর্টস ডেস্ক : ৫ পর্বের জাতীয় লিগে মাঠে নামেন জাতীয় দলের দুই বিশ্বমাতানো ক্রিকেটার। এই পর্বে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই পক্ষ। নির্ধারিত সময়ের একদিন আগেই ম্যাচ জিতে নেয় বরিশাল টিম। এই টিমে জাতীয় দলের দুই সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস ও সোহাগ গাজীর ঝলক ছিল লক্ষ্যনীয়। দুই দলে নতুন তারার সন্ধানও রয়েছে দুই দেশের এই লড়াইয়ের সুবাধে। প্রথম ইনিংসে তৌহিদ ও সালমানের ৫ উইকেট করে ভাগাভাগিতে ১১৯ রানে গুটিয়ে রাজশাহী। বরিশাল টিম নিজেদের প্রথম ইনিংসে করে ৩১১ রান। দ্বিতীয় ইনিংসে রাজশাহী কিছুটা নড়েচড়ে ওঠে। মুশফিকের দল এদিন করেন ২৫৯ রান। ফলে বরিশাল দলের জয়ের জন্য টার্গেট হয়ে দাঁড়ায় মাত্র ৬৮ রান। সহজভাবেই এই রান তুলে নিতে পারত বরিশাল। কিন্তু সহজ লক্ষ্য অতিক্রম করার জন্য টি-টোয়েন্টিকে বেছে নেন বরিশাল টিমের দুই ওপেনার নাফিস ও সোহাগ গাজী। নাফিস ২০ বলে ৩৩ রান করে জয় পাওয়া পর্যন্ত মাঠে থাকেন। তার এই ইনিংসে রয়েছে ৫ টি চার ও দুটি ছয়ের মার। অন্যদিকে আরো আক্রমনাত্মক হন সোহাগ গাজী। ১০ বলে ২৩ রান করেন সোহাগ গাজী। চারটি চার ও একটি ছয় রয়েছে এখানে। এই ম্যাচে আট উইকেটে জয় পায় বরিশাল টিম। এর আগে দুইটি ম্যাচ ড্র করে আর দুটি ম্যাচে জয় পায় বরিশাল টিম । জাতীয় লিগে পয়েন্টের শীর্ষে রয়েছে বরিশাল টিম। ২৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে