স্পোর্টস ডেস্ক : সম্প্রতি (২০ আক্টোবর) ভারতের ক্রিকেটার অমিত মিশ্রর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেন নির্যাতিত এক নারী। ইন্ডিয়ান প্যানেল কোর্টের ৩২৩ ও ৩২৪ ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষ ভারতের। টেস্ট সিরিজকে সামনে রেখে ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং করছিলেন অমিত মিশ্র। ভারতীয় ক্রিকেটার মিশ্রকে আটক করে পুলিশ।
আটকের পরে তাকে নাটকীয়ভাবে ছেড়ে দেয় পুলিশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে রয়েছেন অমিত মিশ্র। ছেড়ে দেয়ায় খানিকটা নিরাপদে রয়েছেন মিশ্র।
ভারতের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে আপাতত কোনো বাধা নেই তার সামনে। তবে বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার প্রদ্বীপ প্যাটেল তার অপরাধকে জঘণ্য বলেছেন একই সাথে বিচারেরও আশ্বাস দিয়েছেন প্রতিপক্ষকে।
২৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর