মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৪:১৯:৫৫

মাশ্চেরানোর লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা

মাশ্চেরানোর লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: শান্ত সুলভ খেলার জন্য বার্সেলোনার তারকা মাশ্চেরানোর জুড়ি নেই। কিন্তু তার পরও গত রবিবারে আইবারের বিপক্ষে ম্যাচে রেফারিকে উদ্দেশ্য করে ‘আপত্তিকর’ কথা বলার জন্য লাল কার্ড পেতে হয় তাকে। তবে ক্লাব বার্সা সিদ্ধান্ত নিয়েছে মাশ্চেরানোকে দেখানো লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবে তারা। বার্সেলোনার আপিল যদি কার্যকর না হয় তবে আগামী চার ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন বার্সার এই নির্ভরযোগ্য খেলোয়াড়। সে ক্ষেত্রে আগামী মাসে অনুষ্ঠেয় হাইভোল্টেজ ‘এল ক্লাসিকো’ ম্যাচ মিস করবেন মাশ্চেরানো। বার্নাব্যুতে ২১ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১১.৩০ মিনিটে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। এ নিয়ে বার্সা কোচ লুইস এনরিক দাবি তুলেন, ‘মাশ্চেরানো রেফারিকে কোন বাজে ভাষায় গালি দেয়নি এবং বাজে কোন মন্তব্যও করেনি। সে (মাশ্চেরানো) তার দেশি ভাষায় (আর্জেন্টিনার) উচ্চস্বরে কথা বলেছে। আর অথচ রেফারি বিষয়টাকে না বুঝে লাল কার্ড দেখিয়েছেন। আম্পায়ারের সিদ্ধান্তটি মোটেই ঠিক হয়নি এবং এটি প্রশ্নবিদ্ধ হয়েই থাকবে।’ ২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে