ক্যারিবীয়ান ওপেনার ব্যাটসম্যান উইলিয়ামস আর নেই
স্পোর্টস ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার বেসিল উইলিয়ামস। ক্রিকেট জীবন শেষে গেইলদের গুরু হিসাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সাথে জড়িত ছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গে জীবনের প্রথম টেস্টে সেঞ্চুরি করা উইলিয়ামস মারা যান ৬৫ বছর বয়সে। তার মৃত্যুতে শোকাহত ক্যারিবীয়ান ক্রিকেট শিবির। শ্রীলঙ্কা সফরে থাকা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদেরই শুনতে হয়েছে এই দুঃসংবাদ।
৬৫ বছর বয়সে মারা যান উইলিয়ামস। ১৯৭০ সালে আনুষ্ঠানিকভাবে প্রথম শ্রেনীর ক্রিকেটে আসেন তিনি। ১৯৮৫ সালে প্রথম শ্রেনীর ক্রিকেট থেকে বিদায় নেন। দীর্ঘদিন দলের অধিনায়ক ছিলেন উইলিয়াম।
ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ডের সভাপতি ডেবিড ক্যামেরন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমরা আজীবন মিস করব তাবে। একই সাথে জ্যামাইকান ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কিংস্টোন ক্রিকেট পরিবার তার মৃত্যুতে শোক প্রকাশ করে বাণী দিয়েছে।
ক্রিকেট জীবন শেষে দীর্ঘদিন কিংস্টোন ক্রিকেট ক্লাবের সাথে ছিলেন বেসিস উইলিয়াম। লারা ও গেইলদের অভিভাবক হয়ে দেশের ক্রিকেটের উন্নতি কাজছেন তিনি।
২৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�