মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৪:৪৫:৪৩

বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ সুখবর, মাঠে ফিরছেন তাসকিন

 বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ সুখবর, মাঠে ফিরছেন তাসকিন

স্পোর্টস ডেস্ক: ডাক্তারদের গভেষণায় দেখা গেছে, বোলারদের অতিরিক্ত ব্যাবহারের ফলে তারা অন্য খেলোয়াড়দের চেয়ে বেশি ইনজুরিতে পড়ে। আসলেই তাই। বাংলাদেশ জাতীয় দলে পেসারদের খানিকটা সংকট থাকায় বর্তমান যারা বোলার আছেন সব প্রেসার তাদের ওপর দিয়ে যায়। যার ফলে ক’দিন পর পরই ইনজুরিতে পড়তে হয় মাশরাফি-তাসকিনদের। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের বোলিং সাইড নিয়ে মহা দুঃচিন্তায় রয়েছে বিসিবি। কারণ দলের বেশির ভাগ বোলারই বর্তমানে অসুস্থ রয়েছে। তবে এবার সুখবর হল ভারত সফরে ইনজুরিতে পড়া তাসকিন আহমেদ সুস্থ হয়ে উঠেছেন। সেই সাথে র্দীঘ দিন ধরে ইনজুরিতে থাকা শফিউল ইসলামও অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু দুঃখের বিষয হল আগামী ৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজে পেসার রুবেল হোসেনের খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আর রুবেল কবে ফিট হবেন তা নিয়েও সুনির্দিষ্ট মন্তব্য করতে পারছেন না জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। রুবেলের ইনজুরি প্রসঙ্গে তিনি বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ সে এখনো অনুশীলন শুরু করতে পারেনি। অনুশীলন শুরু করলেই তার ব্যাপারে বলা যাবে। তবে অন্যদের উন্নতি করতে যে সময় লাগবে রুবেলের তার থেকে কম সময় লাগবে। অন্য পেসারদের ইনজুরি নিয়ে তিনি বলেন, ‘শফিউল এখন পুরোপুরি ফিট। পরিকল্পনা অনুযায়ী ৩০ তারিখ থেকে সে খেলতে পারবে। তাসকিনেরও ভালো উন্নতি দেখছি। তবে তার শতভাগ ফিট হতে আরও ৬-৭ দিন লাগবে। ২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে