মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৫:৪৫:২৬

শুভ জন্মদিন কুমার সাঙ্গাকারা

শুভ জন্মদিন কুমার সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক: র্দীঘ দিন ধরে শ্রীলঙ্কান ক্রিকেট আকাশে ঝলঝল করে জ্বলেছিল একটি জ্যোতি। যার নাম কুমার সাঙ্গাকারা। খেলায় দারুণ নৈপুণ্য আর সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি দিয়ে ক্যারিয়ার জীবনে দলে ভিড়িয়েছেন লক্ষ-কোটি ভক্ত-সমর্থক। সাবেক এই লঙ্কান ক্রিকেটারের আজ ৩৭ তম জন্মদিন। এমটিনিউজ পরিবারের পক্ষ থেকে শ্রীলঙ্কান এই ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। সাবেক এই লঙ্কান ক্রিকেটারের জন্ম ১৯৭৭ সালে ২৭ শে অক্টোবর শ্রীলঙ্কার মাতালিতে। মাত্র ২২ বছর বয়সে ২০০০ সালে শ্রীলঙ্কা জাতীয় দলে অভিষেক ঘটে কুমার সাঙ্গাকারার। তার টেস্ট অভিষেকও ২০০০ সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ২০০১ সালে ভারতের বিপক্ষে। এরপর ১৩৪টি টেস্টে করেন ১২ হাজার ৪০০ রান। যার মধ্যে রয়েছে ৩৮টি সেঞ্চুরি ও ৫২টি হাফ সেঞ্চুরি। আর দ্বিশতক হাঁকিয়েছেন ১১ বার। ১২টি ডাবল হাঁকিয়ে তার ওপরে আছেন কেবল মাত্র ডন ব্রাডম্যান। শুধু টেস্টে নয়, ওয়ানডেতেও নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা চার সেঞ্চুরী করা প্রথম ও একমাত্র ব্যাটসম্যানও সাঙ্গা। তিনি এই রেকর্ড গড়েন ২০১৫ বিশ্বকাপে। এছাড়া ওয়ানডে ক্যারিয়ারে ৪০৪ ম্যাচে করেছেন ১৪ হাজার ২৩৪ রান। যা শ্রীলঙ্গার পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড। ইতিহাস গড়েছেন উইকেট রক্ষক হিসেবেও। উইকেটের পেছনে দাঁড়িয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডটিও তার দখলে। হিসেবেও। ক্রিকেট অঙ্গণে আবেদন থাকলেও সকলকে হতাশ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সাঙ্গা। চলতি বছরের আগস্টে ওভালে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলে দীর্ঘ ১৫ বছরের খেলোয়াড়ী জীবনের ইতি টানেন এ লঙ্কান তারকা। খেলোয়াড়ী জীবন থেকে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গে সারাটা জীবণ জড়িয়ে থাকতে চান কুমার সাঙ্গাকারা। ২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে