মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৬:১০:৫৪

ভারতকে কাঁদিয়ে আইসিসির ইতিহাস ভেঙে চুরমার করলেন আফ্রিকার সেই ৩ দানব

ভারতকে কাঁদিয়ে আইসিসির ইতিহাস ভেঙে চুরমার করলেন আফ্রিকার সেই ৩ দানব

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে শুধু ওয়ানডে সিরিজ জিতে নেয়নি। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে চমক দেখিয়ে ইতিহাসের নানা পৃষ্ঠাকে ছুঁয়ে দিয়েছেন আফ্রিকান সেই ৩ ব্যাটসম্যান। ভারতকে কাঁদিয়ে আইসিসির ইতিহাস ভেঙে চুরমার করলেন আফ্রিকার এই ৩ দানব! ভারতের বিপক্ষে ইতিহাস জয় করার এই ম্যাচের নায়ক দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানরা। তাদের তাণ্ডবে যেমন রচিত হয়েছে বিশ্বরেকর্ড তেমনি চুরমার হয়েছে ধোনি-কোহলিদের স্বপ্ন। সেদিন ৪ উইকেট হারিয়ে ৪৩৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এখানে ৩ জনেই করেন সেঞ্চুরি। প্যাবিলিয়নের বাইরে যেতে হয় ৩ সেঞ্চুরিয়ানকেই। বিশ্বক্রিকেটে এর আগে এ ধরনের নজির স্থাপন হয়নি এর আগে। সেদিন ডি কক ১০৯, ডু প্লেসিস ১৩৩ ও এবি ডি ভিলিয়ার্স ১১৯ রান করেন। ভিলিয়ার্সের ইনিংসটি নানা ছন্দে সাজানো। ৬১ বলে ওই রান করেন তিনি। এখানে চারের মার ৩টি অন্যদিকে ছয়ের মার ১১টি। অসাধারণ বীরত্বের একটি ইনিংস এটি। সর্বোচ্চ দলীয় রানের দিক থেকে দক্ষিণ আফ্রিকার ৪৩৮ রানের স্কোরটি চার নম্বরে। সর্বোচ্চ রানের স্কোরটি শ্রীলঙ্কার (৪৪৩)। সাউথ আফ্রিকা যেখানে পৌঁছে গেছে তা হয়তো কল্পনাও করা যায় না সাধারণ দৃষ্টিতে। ওয়ানডে ক্রিকেটে দলীয় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সংগ্রহ এখন দক্ষিণ আফ্রিকার। চলতি বছরের ১৮ জানুয়ারি মাত্র দুই উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩৯ রান করে দক্ষিণ আফ্রিকা। রোববারের ম্যাচে ভারতের বিপক্ষে ২১৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা যা বড় ব্যবধানের জয়ের দিক থেকে ২১ নম্বরে। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার শেষ ওয়ানডে ম্যাচটি ছিল অসংখ্য রেকর্ডের একটি ম্যাচ। শুধু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটই নয় আইসিসির ইতিহাসে যুগের পর যুগ ইতিহাস হয়ে থাকবে এই ম্যাচ। ২৭ অক্টেবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে