মাশরাফিকে পেয়েও অসন্তুষ্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে গেল বিশ্ব বিশ্বকাপে দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া, দেশের মাটিতে পর্যায়ক্রমে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াস করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। এমনকি এই মাশরাফির যোগ্য নেতৃত্বের কারণেই ওয়ার্ল্ড র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে।
অথচ সেই মাশরাফিকে পেয়ে কিনা অসন্তুষ্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাইনকে দেয়া এক সাক্ষাৎকারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালিক নাফিসা কামাল
জানান, মাশরাফি নয়, গেল দুই আসরের শিরোপাজয়ী অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন তারা।
বললেন, ‘সাকিবের জায়গায় মাশরাফি এসে গেছে, পেসার এসে গেছে। ওই জায়গাটাতে আমাদের একটা ঘাটতি আছে। আমরা মূলত সাকিবকে আইকন খেলোয়াড় ধরে এগোচ্ছিলাম। টিম কম্বিনেশন অনুযায়ী দলে আমাদের সাকিবের প্রয়োজন এসে গিয়েছিল।’
২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর