মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৭:০৭:০৬

ভূমিকম্প দুর্গতদের ৫০ লাখ রুপি দিলেন আফ্রিদি

ভূমিকম্প দুর্গতদের ৫০ লাখ রুপি দিলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের উত্তরাঞ্চলে এবং আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানার ঘটনায় এখন পর্যন্ত ৩৩০ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। ভূমিকম্প দুর্গতের সাহায্যে এগিয়ে এসেছে রাষ্ট্রীয় ও বিভিন্ন সামাজিক সংগঠন। এছাড়া ব্যক্তিগত উদ্যোগেও অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তেমনই পাকিস্তানে ভূমিকম্প দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন দেশটির টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি দুর্গতদের মাঝে ৫০ লাখ রুপি দান করেছেন । অর্থ দানের তথ্যটি আফ্রিদি তার অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ভূমিকম্পে আহতদের দেখতে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে যান দেশটির এই তারকা খেলোয়াড়। সেখানে ভর্তি হওয়া আহতদের খোঁজখবর নেন তিনি। চিকিৎসার খরচ চলাতে তিনি সেখানে কয়েকজনের হাতে চেক হস্তান্তর করেন। আফ্রিদির দাতব্য সংস্থা দ্য শহিদ আফ্রিদি ফাউন্ডেশন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ৫০ লাখ রুপি ব্যয় করবে। আফ্রিদি তার ফেসবুকে এই সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রায়ই সহায়তা দেন। এছাড়াও শিক্ষাবিস্তার ও স্বাস্থ্যসেবার জন্যও দান করেন আফ্রিদি। সূত্র : ডন ২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে