অবশেষে চূড়ান্ত হলো বিপিএলের ছয় দলের প্রধান কোচ
স্পোর্টস ডেস্ক: চলতি বছরের ২২ নভেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসর। দলগুলো ইতিমধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে ঘর গোছাতে। খেলোয়াড় অন্তর্ভুক্তির পর এবার চলছে কোচ নির্বাচন,সেই কাজও চূড়ান্ত করে ফেলেছে ছয় ফ্রাঞ্চাইজি।কিন্তু কারা আছেন এই ছয় ফ্রাঞ্চাইজির দায়িত্বে,চলুন দেখে আসি।
বরিশাল বুলসঃ শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের সাবেক দক্ষিণ আফ্রিকান কোচ গ্রাহাম ফোর্ডের সাথে চুক্তি করেছে বরিশাল বুলস। আর তাকেই দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিতে চান ।
সিলেট সুপারস্টার্সঃ বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালনকারী সরওয়ার ইমরানের হাতেই থাকছে সিলেট সুপারস্টার্স এর দায়িত্ব।
চিটাগাং কিংসঃ চিটাগং কিংস কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে ভারতের রবিন সিংকে। একসময় ভারতীয় জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দুবছর দায়িত্ব পালন করেছেন।
ঢাকা ডিনামাইটসঃ বিপিএলের আরেক হাই প্রোফাইল বিদেশি কোচ দক্ষিণ আফ্রিকান মিকি আর্থার। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক কোচ তিনি।আর তাকেই ঢাকা ডিনামাইটসের প্রধান কোচ হিসেবে দেখা যাবে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃকুমিল্লা তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। এর আগে বিপিএলে সিলেট রয়্যালসের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
রংপুর রাইডার্সঃ এই ফ্রাঞ্চাইজি তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ শেন জার্গেনসেনকে। আর তার সহকারী হিসেবে থাকছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক।
২৭ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�