মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৮:০০:৪৩

অলিম্পিকে ফের ক্রিকেট আনার দাবি তুলেছেন শচীন-ওয়ার্ন

অলিম্পিকে ফের ক্রিকেট আনার দাবি তুলেছেন শচীন-ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক: অলিম্পিকে ফের ক্রিকেট অর্ন্তভুক্ত করার দাবি তুলেছেন ক্রিকেটের সাবেক দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন। ১৯৯০ সালে অলিম্পিক থেকে ক্রিকেটের ইভেন্ট বাদ দেয়ার পর আর যোগ করা হয়নি ক্রিকেটকে৷ অলিম্পিকে ফের ক্রিকেট চালু করার ব্যাপারে সোচ্চার হতে দেখা গেছে অনেকেই। তারা সকলেই দাবি তুলেছেন অলিম্পিকের আসরে আবারো ব্যাট বলের ঝংকার নেমে আসুক। অলিম্পিক আসরে ফের ক্রিকেট ফিরিয়ে আনার ব্যাপারে ওয়ার্ন বলছেন,‘ অলিম্পিকের আসরে আমি ফের ক্রিকেটের আর্ভিভাব চাই। ক্রিকেটের বিজ্ঞাপনের জন্যও দারুণ প্ল্যাটফর্ম হতে পারে অলিম্পিক৷ আমি দীর্ঘদিন ইনডোর ক্রিকেট দেখিনি৷ জানি না এই মুহূর্তে কী অবস্থায় আছে এই ক্রিকেট৷ কিন্তু শেষবার দেখেছিলাম যখন দারুণ লেগেছিল৷ আমি অলিম্পিকে টি-২০-র পক্ষেই৷ কারণ তিন ঘণ্টার মধ্যে ম্যাচ শেষ হয়ে যাবে৷ সুতরাং আয়োজকদেরও সুবিধা হবে অনুষ্ঠিত করতে৷ ক্রিকেট ছড়িয়ে দেওয়ার জন্য এটা দারুণ পদক্ষেপ হবে৷’ ওয়ার্নের সুরে গলা মিলিয়ে ভারত ক্রিকেট দলের কিংবদন্তি শচীন বলছেন,‘ টি-২০ ফরম্যাটে খেলা হলেই সবচেয়ে ভালো হবে৷ কারণ যাদের এই খেলাটা সম্বন্ধে ধারণা নেই তারাও বুঝতে পারবেন খেলাটা আসলে কী৷ সবচেয়ে বড় ব্যাপার তিন ঘণ্টা পরেই মাঠ ফাঁকা হয়ে গিয়ে অন্য ইভেন্ট শুরু করা যাবে৷’ ২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে