মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৮:২৫:০৬

এবার বাংলাদেশে আসতে চাচ্ছে না অস্ট্রেলীয় ফুটবল দল

এবার বাংলাদেশে আসতে চাচ্ছে না অস্ট্রেলীয় ফুটবল দল

স্পোর্টস ডেস্ক: আসি আসি করেও বাংলাদেশ সফরে এলো না অস্ট্রেলীয় ক্রিকেট দল। এবার সেই পথে পা দিলেন সেদেশের ফুটবল দলও। সাম্প্রতিক বাংলাদেশের সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ করে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ সফরে আসতে অস্বীকৃতি প্রকাশ করছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। আগামী ১৭ই নভেম্বর ঢাকায় বাংলদেশের বিপক্ষে খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়া ফুটবল দলের। কিন্তু অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন বিশ্ব ফুটবল সংস্থা ফিফার কাছে পরামর্শ চেয়েছে, ফিফা যাতে খেলাটি বাতিল করে দেয় অথবা অন্য কোথাও আয়োজন করে। বাংলাদেশে দুই বিদেশী হত্যার পর গত সপ্তাহে রাজধানী ঢাকার ইমাম পাড়ায় শিয়াদের ধর্মীয় অনুষ্ঠানের মিছিলের প্রস্তুতি চলাকালে বোমা হামলার ঘটনায় অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা বাংলাদেশের সাথে বিশ্বকাপ বাছেই পর্বের খেলাটি সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া জন্য অনুরোধ জানিয়েছে। আর অন্যথায় অধিকতর নিরাপত্তা ব্যবস্থার দাবি করছে। না হয়, খেলাটি আরও কয়েক সপ্তাহ পিছিয়ে দেয়ারও সুপারিশ করছে। বিষয়টি নিযে সোমবার এফএফএ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে যে, তারা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সব পক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহে কাজ করছে। ২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে