অবশেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক বাংলাদেশের সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ করে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ সফরে আসতে অস্বীকৃতি প্রকাশ করেছিল অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। আগামী ১৭ই নভেম্বর ঢাকায় বাংলদেশের বিপক্ষে খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়া ফুটবল দলের। কিন্তু অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন বিশ্ব ফুটবল সংস্থা ফিফার কাছে পরামর্শ চেয়েছে, ফিফা যাতে খেলাটি বাতিল করে দেয় অথবা অন্য কোথাও আয়োজন করে।
কিন্তু অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে এলো সাকারুরা।ঘোষণা দিল ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। বিষয়টি ই-মেইলের মাধ্যমে বাফুফেকে আজ নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া (এফএফএ)।
সেপ্টেম্বরে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অগ্রবর্তী পর্যবেক্ষক দলের ফিরে যাওয়া, স্টিভেন স্মিথদের বাংলাদেশে সফরে না আসা—নানা বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল এফএফএ। নিরাপত্তার শঙ্কায় এএফসির কাছে চিঠিও দিয়েছিল তারা। নিরাপত্তা নিয়ে এএফসি অবশ্য কোনো প্রশ্ন তোলেনি।
ফিরতি ম্যাচ খেলার ব্যাপারে বাফুফের পাঠানো ই-মেইলের জবাব দিয়েছে এফএফএ। জানিয়েছে, ১৪ নভেম্বর রাতে ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে তাদের। আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা এই ম্যাচের।
এর আগে ৩ সেপ্টেম্বর পার্থে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সূত্র : প্রথম আলো
২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর