বিপিএলের জন্য সময় নেই ইয়ান পন্টের
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) গত দুই আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের কোচ ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ইয়ান পন্ট। তার তত্ত্ববধায়নে দুই বারই শিরোপা জিতে নিয়েছিল ঢাকা। কিন্তু ঢাকা গ্লাডিয়েটর্সের সাবেক এই কোচকে এবারের আসরে দেখা যাবে না কোন দলেই। এ নিয়ে আলোচনা চললেও, কারণটাও জানালেন নিজেই।
বিপিএলের তৃতীয় আসরে ছয় দলের কোচ নির্বাচনের পর থেকেই ভক্ত-সমর্থকদের পক্ষ থেকে ইয়ান পন্ট নেই কেন এমন প্রশ্নটা চলেই আসে। খবরটি কানে গেছে স্বয়ং ইয়ান পন্টেরও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমেই তাই খোলসা করলেন পুরো ব্যাপারটি।
এ ব্যাপারে ইংলিশ কোচ, ভারতে নিজের পেস ফাউন্ডেশনের কারণেই এবার যোগ দেননি বিপিএলে।
তবে বিপিএলের প্রতি নিজের সম্পূর্ণ সমর্থন ও শুভকামনা জানিয়েছেন তিনি।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘সবার প্রশ্নের উত্তরেই আবারো একই কথার পুনরাবৃত্তি করছি। আমি ভারতে একটি পেস ফাউন্ডেশন চালাচ্ছি তাই বিপিএলে কোচ হিসেবে কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সহজ কথা, কখনই আমি বিপিএলকে সবার আগে রাখছি না। আমি ফিরতে পারবো না(বিপিএল) কারণ আমি অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে আমি তা চাইও না। আমি মন থেকে বিশ্বাস করি এই টুর্নামেন্টে পাওনা ও ফিক্সিং সংক্রান্ত যেসব সমস্যাগুল ছিলো তা এখন কেবলই অতীত। একটি স্বচ্ছ ও উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট ক্রিকেটার এবং ভক্তরদের প্রাপ্য। আশা করছি ঢাকা জিতবে কিন্তু স্কোয়াড দেখে যদিও সেরা মনে হচ্ছে না।’
২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর