মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ১১:২৫:৫২

একের পর এক হেরেই যাচ্ছেন সৌম্য-লিটনরা

একের পর এক হেরেই যাচ্ছেন সৌম্য-লিটনরা

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে একের পর একের পর এক পরাজয় বরণ করতে হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলকে। কোন ভাবেই হারের বৃত্ত থেকে বের হতে পারছেন না সৌম্য-লিটনরা। প্রিটোরিয়ার আইরিন ভিলেজার্স ক্লাব মাঠে আজ স্থানীয় একাডেমি দলের বিপক্ষে ১১ রানে হেরেছে বাংলাদেশ। ৫০ ওভারে ১৭৯। সহজ লক্ষ্যটাও পেরুতেই পারল না বাংলাদেশ ‘এ’। দক্ষিণ আফ্রিকা সফরটা ছিল ‘এ’ দলের খেলোয়াড়দের জন্য দারুণ অনুশীলনের সুযোগ। ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেয়ার পর্যাপ্ত সুযোগ থাকলেও উল্টো প্রটিয়াদের কাছে বার বার হেরে কুপোকাত হয়ে যাচ্ছেন তারা। ‘এ’ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে নর্দার্নস একাডেমি ৪৯.৩ ওভারে অলআউট হয়ে যায় ১৭৮ রান করে। তিন পেসার আল আমিন, কামরুল ইসলাম ও মোহাম্মদ শহীদ নিয়েছেন দুটি করে উইকেট। কিন্তু ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশ ‘এ’ দল সহজ লক্ষ্যটাকে কঠিন করে ফেলে। ১৬.৩ ওভার বাকি থাকতেই শুভাগতের দল অলআউট ১৬৭ রানে। সর্বোচ্চ ৩৮ এসেছে পেসার শহীদের ব্যাট থেকে। ইনিংসের সর্বোচ্চ জুটিটি অষ্টম উইকেটে মাহমুদুল ও শহীদের ৬০ রান। দলের ব্যাটিংয়ের দুর্দশা এতেই স্পষ্ট। এ ছাড়া মাহমুদুল হাসান করেছেন ৩৫; রনি তালুকদার ৩৩, সৌম্য সরকার ২১। ২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে