মহিলাকে শারীরিক নিগ্রহ, গ্রেপ্তার ভারতীয় বোলার
স্পোর্টস ডেস্ক : এক মহিলাকে শারীরিক নিগ্রহে জড়িত থাকার অভিযোগে ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্রাকে গ্রেপ্তার করল বেঙ্গালুরুর অশোকনগর থানার পুলিশ। আজ প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত থেকে জামিন পান অমিত।
ওই মহিলা অভিযোগ করেছিলেন, সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে শিবির চলাকালীন হোটেল রুমে মিশ্রা তাঁকে নিগ্রহ করেন। জানা গেছে, ২৫ সেপ্টেম্বর ওই মহিলা মিশ্রার হোটেল রুমে গিয়েছিলেন। প্রথমে তাদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এরপর হঠাৎই অমিত তাঁর গায়ে কেটলি ছুঁড়ে মারেন বলে অভিযোগ। ২৭ সেপ্টেম্বর নিগৃহিত মহিলা অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (শারীরিক নিগ্রহ অথবা কোনও মহিলার সম্ভ্রম হরণের চেষ্টা করা) ও ৩২৮ (অপরাধের অভিপ্রায় নিয়ে আঘাত করা) ধারায় অভিযোগ দায়ের করা হয়।
বেঙ্গালুরু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সকাল ১১টা থেকে অমিত মিশ্রাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পরে তাঁকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু, জামিনযোগ্য ধারায় অভিযোগ দায়ের হওয়ায় তিনি মুক্ত হন।
২৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস
�