রবিবার, ১৮ জুন, ২০১৭, ০২:৫০:৪৩

টি-২০তে বাংলাদেশের শীর্ষ ১০ ব্যাটসম্যানের তালিকা

  টি-২০তে বাংলাদেশের শীর্ষ ১০ ব্যাটসম্যানের তালিকা

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০৬ সালে বাংলাদেশের আবির্ভাব। অভিষেক ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে শুভ সূচনা করলেও পরবর্তীতে সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। সাফল্য এসেছে মাঝে মাঝে, নিয়মিত নয়। ফলশ্রুতিতে টি-টোয়েন্টি ক্রিকেটে এসোসিয়েটস দল আফগানিস্তানের পরে আমাদের অবস্থান। টি-টোয়েন্টি র‌্যাংকিয়ে আফগানিস্তান ৯ ও বাংলাদেশ ১০ নম্বরে অবস্থান করছে।

তবে সর্বশেষ শ্রীলংকা সফরে ২ম্যাচের টি২০ সিরিজে ১-১ সমতায় এনে, এই ফরম্যাটটিতেও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। দীর্ঘ ১১ বছরের সাফল্য ব্যর্থতার মাঝেও বেশ কয়েকজন ব্যাটসম্যান নিজেদের মেলে ধরেছেন দারুন ভাবে, তারাই বাংলাদেশ দলের হয়ে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের অধিকারী দশ ক্রিকেটার হলেন :

১। ৫৯ ম্যাচে ১২০৮ রান নিয়ে সবার উপরে আছেন সাকিব আল হাসান।

২। ৫৬ ম্যাচে ১২০২ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল। তামিম ইকবালই টি২০ ক্রিকেটে একমাত্র বাংলাদেশী হিসেবে সেঞ্চুরী করেছেন।

৩। ৫৮ ম্যাচে ৮১০ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

৪। ৫৯ ম্যাচে ৭২৬ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন মুশফিকুর রহিম।

৫। ৩১ ম্যাচে ৭২১ রান নিয়ে পঞ্চম স্থানে আছেন সাব্বির রহমান।

৬। ২৩ ম্যাচে ৪৫০ রান নিয়ে ষষ্ঠ স্থানে আছেন মোহাম্মদ আশরাফুল।

৭। ২৪ ম্যাচে ৪৪৩ রান নিয়ে সপ্তম স্থানে আছেন সৌম্য সরকার।

৮। ৫৪ ম্যাচে ৩৭৭ রান নিয়ে অষ্টম স্থাছেন মাশরাফি বিন মোর্তুজা

৯। ৩১ ম্যাচে ৩৭০ রান নিয়ে নবম স্থানে আছেন নাসির হোসাইন।

১০। ১৩ ম্যাচে ৩৫৫ রান নিয়ে ১০তম স্থানে আছেন আনামুল হক।

এছাড়াও আফতাব ১১ ম্যাচে ২২৮ রান করেছেন।

উল্লেখিত দশ জন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ১৩৬.১০ স্ট্রাইক রেট মাশরাফির। ১২৬.৪০ মোহাম্মদ আশরাফুলের। ১১৫.১৩ তামিম ইকবালের এবং সর্বনিম্ন ১১৩.৭১ নাসিরের । এছাড়াও পাঁচ বা ততোধিক ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট ১৪৭.২২ জুনায়েদ সিদ্দিকীর।

অবাক করা বিষয়, ডট বল খেলার অভিযোগ থাকা এনামুল হকের এভারেজ ৩২.২৭। স্ট্রাইকরেট ১১৭.৯৪। বোলার মাশরাফির সর্বনিম্ন ১৩.৪৬ হলেও ব্যাটসম্যানদের মধ্যে সর্বনিম্ন এভারেজ মুশফিকের ১৭.২৮।

ম্যাচের তুলনায় সবচেয়ে বেশি রান আনামুল হকের। মাত্র ১৩ ম্যাচে তার সংগ্রহ ৩৫৫। এবং ৩১ ম্যাচে সাব্বিরের সংগ্রহ ৭২১ রান। সর্বোচ্চ ৫৯টি ম্যাচ খেলে সবচেয়ে কম ৭২৬ রান মুশফিকের।
১৮ জুন ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে