রবিবার, ১৮ জুন, ২০১৭, ০৪:৪৬:৫৮

'নো বল' এর কল্যাণে পাকিস্তানের বড় জুটি

'নো বল' এর কল্যাণে পাকিস্তানের বড় জুটি

স্পোর্টস ডেস্ক: চতুর্থ ওভারের প্রথম বলটি ছিল ওয়াইড বল। বোলার ‘ইয়র্কার স্পেশালিস্ট’ জসপ্রিত বুমরাহ। দ্বিতীয় বলটি পাকিস্তানি ওপেনার ফখর আজমের ব্যাটে লেগে চলে গেল উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে।

আবেদন হলো; আম্পায়ার আঙুলও তুললেন। কিন্তু কী মনে করে যেন রিভিউ নিল পাকিস্তান। রিভিউতে দেখা গেল, ওটা আসলে কোনো বলই হয়নি!

কারণ বুমরাহর দ্বিতীয় বলটি ছিল ‘নো বল! জীবন পান ফখর আজম। ৩ নম্বর বলটি করে চতুর্থ ওভারের প্রথম বৈধ ডেলিভারি দেন বুমরাহ।

আগুন ঝরানো ফাইনালের আগে পাকিস্তানের মূল দুশ্চিন্তা ছিল ব্যাটিং নিয়ে। আজ টসে হেরে ব্যাটিংয়েই নামতে হয় তাদের। তবে এখনও উইকেট থেকে বাড়তি সুবিধা পাচ্ছে না ভারতীয় পেসাররা। বেশ ভালোই জমে গেছে পাকিস্তানের ওপেনিং জুটি। আজহার আলী (৪৪*) এবং ফখর জামানের (৩৬*) জুটি এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯৩ রানে অবিচ্ছিন্ন আছে।
১৮ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে