বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৪:৩৪:৫২

ডি’ভিলিয়ার্সের শতরান দেখা হলো না বাবার

ডি’ভিলিয়ার্সের শতরান দেখা হলো না বাবার

স্পোর্টস ডেস্ক : রোববার যখন ওয়াংখেড়েতে ঝড় তুলেছিলেন এ বি ডি’ভিলিয়ার্স, তখন তার বাবা কোথায় ছিলেন? অনেকেই অনুমান করবেন, টেলিভিশনে চোখ রেখেছিলেন৷ না, তা করেননি সিনিয়র ডি’ভিলিয়ার্স৷ তা হলে তিনি কী করছিলেন? ডাঃ ডি’ভিলিয়ার্স তখন প্রসব করাচ্ছিলেন৷ অপারেশন থিয়েটারে নিজের দায়িত্ব পালন করছিলেন৷ অস্ত্রোপচারটি বেশ কঠিনই ছিল৷ তাই ওই মুহূর্তে অন্য কিছু মাথায়ই ছিল না সিনিয়র ডি’ভিলিয়ার্সের৷ প্রসবের পর, মায়ের কোলে সুস্থ সন্তানকে তুলে দিতে পেরেই তিনি তৃপ্ত৷ ছেলের বিধ্বংসী ব্যাটিং দেখতে না পাওয়ায় কোনও আক্ষেপ নেই৷ বলেছেন, ‘না, না, রোববার ঘরে বসে ক্রিকেট ম্যাচ দেখার সময় আমার ছিল না৷ ব্যস্ত ছিলাম হাসপাতালে৷ যার অস্ত্রোপচার করছিলাম, তার নাম বলবো না৷ তবে এটুকু বলতে পারি, মা আর সন্তান দুজনেই ভাল আছে৷ নিজের কাজটা ঠিকঠিক করতে পেরেছি বলেই খুশি৷ এক নতুন জীবনকে এই পৃথিবীর আলো দেখিয়েছি৷ এটাই আমার কাছে বড় পাওয়া৷ ছেলের খেলা দেখিনি৷ কারণ, তখন পরিস্থিতি ছিল না৷ তবে আমি না দেখলেও, ওর মা দেখেছে৷’ ডাঃ ডি’ভিলিয়ার্স সেন্ট ভিনসেন্ট হাসপাতালের শল্য চিকিৎসক৷ স্পোর্টস মেডিসিন নিয়েও তিনি আগ্রহী৷ বাবা ডাক্তার৷ ছেলে ক্রিকেটার হয়ে গেলেন কী করে? পারিবারিক সূত্রেই জানা গেছে, এ বি ক্রিকেটে পুরোপুরি মন দেওয়ার আগে বিজ্ঞান নিয়েই পড়াশোনা করতেন৷ ২৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে