বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৫:৫৯:১১

‘ভারত বাজে খেলেছে, তাই হেরেছে’

‘ভারত বাজে খেলেছে, তাই হেরেছে’

স্পোর্টস ডেস্ক : একদিনের সিরিজের শেষ ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে বেধড়ক মার খেয়ে লজ্জাজনক হারের পর পিচ বিতর্ক তুঙ্গে। সুনীল গাভাসকার কিন্তু ‘হোম কন্ডিশন’–এর পক্ষেই সওয়াল করলেন। এনডিটিভি–কে তিনি বলেছেন, ‘স্পিন ভারতের শক্তি। প্রধান অস্ত্র। ফলে স্পিন–সহায়ক উইকেট তৈরি করাই উচিত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিন্তু বাউন্সি উইকেটই তৈরি করে। তাহলে আর হোম কন্ডিশন বলা হয় কেন?’ ওয়াংখেড়ের পিচ কিউরেটর সুধীর নায়েকের সঙ্গে রবি শাস্ত্রীর ঝামেলা নিয়ে অবশ্য খুব একটা বিতর্কে ঢুকতে চাননি সানি। তার কথায়, ‘সুধীর নায়েক বলেেছ শাস্ত্রী তাকে গালি দিয়েছে‍। শাস্ত্রী বলেছে দেয়নি। তাই এর মধ্যে আর কথা বাড়িয়ে লাভ নেই।’ কিন্তু শাস্ত্রীর কি এক্তিয়ার আছে, এ ব্যাপারে কিছু বলার? গাভাসকারের উত্তর, ‘ওই ম্যাচটা ছিল সিরিজের নির্ণায়ক। তাই হেরে গিয়ে, ভাল খেলতে না পারার হতাশা থেকেই হয়ত শাস্ত্রী কিছু বলে ফেলেছে।’ সানির সংযোজন‍, ‘টিম যা চাইছে, দেখা যায়, রাজ্য সংস্থা তা দিতে পারেনি। এই নিয়ে আগেও বিতর্ক হয়েছে। তবে কিউরেটর নয়, এমসিএ–র কাছেই জানতে চাওয়া উচিত। অনেক সময় সংশ্লিষ্ট সংস্থায় ক্ষমতার রাজনীতি কাজ করে। অতীতে এমন ঘটেছে।’ পিচ বিতর্কে কথা বলতে গিয়েই সানি জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে পিচ ইনস্পেক্টর থাকা উচিত। তার কথায়, ‘পিচ ইনস্পেক্টর ঘুরে ঘুরে বিভিন্ন ম্যাচ দেখবেন।’ কিন্তু তার পরেই জুড়ে দিয়েছেন, ‘উইকেট পছন্দ না হলে নেতিবাচক রিপোর্ট দেওয়ার সাহস তিনি দেখাতে পারবেন তো? এবার রনজিতে সৌরাষ্ট্র তিনটে ম্যাচ জিতেছে দু’দিনে। স্পিনার রবীন্দ্র জাদেজা বোলিং ওপেন করেছে। এসব ক্ষেত্রেও তো নজর দিতে হবে। আর্থিক জরিমানা নয়, পয়েন্ট কেটে নেওয়া উচিত। কেননা পয়েন্ট পাওয়ার জন‍্যই তো এমন পিচ বানানো হয়।’ আবার এল ওয়াংখেড়ের পিচের প্রসঙ্গ। সানি বললেন, ‘শুধু উইকেটকে দোষ দিয়ে কী হবে। ভারত বাজে খেলেছে, তাই হেরেছে।’ ২৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে