সোমবার, ১৯ জুন, ২০১৭, ০৬:৪৬:২১

সৌম্য সরকারকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি! যা বললেন নান্নু

সৌম্য সরকারকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি! যা বললেন নান্নু

স্পোর্টস ডেস্ক: নিজের পারফরম্যান্স কিছুতেই ধরে রাখতে পারছেন না সৌম্য সরকার।  তাই জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছেন অনেকেই ।  চ্যাম্পিয়নস ট্রফির চার ম্যাচে তার রান ২৮, ৩, ৩ ও ০।  তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সেই দলে নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচককে পাশেই পাচ্ছেন সৌম্য।

গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সৌম্যর দলে থাকা প্রসঙ্গে নান্নু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সৌম্য সরকার একদম ভালো খেলছে না এটা আপনি বলতে পারেন না।  কারণ ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট হয়েছে।  আয়ারল্যান্ডে ও কিন্তু ভালো খেলেছে।  চ্যাম্পিয়নস ট্রফিতে হয়তো পারেনি।  একটা খেলোয়াড়কে এভাবে মূল্যায়ন করা উচিত নয়, পুরো বছরের পারফরম্যান্স দেখা উচিত। ’

চ্যাম্পিয়ন ট্রফিতে ব্যর্থ হলেও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো পারফরম্যান্স ছিল সৌম্যর।  ওই টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬১ ও আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৮৭ রানের দুটো চমৎকার ইনিংস এসেছিল তার ব্যাট থেকে।  নান্নু তাই সৌম্যকে নিয়ে যথেষ্ট আশাবাদী, ‘হয়তো ওর ট্যাক্টিক্যালি কিংবা মানসিকভাবে একটু সমস্যা হচ্ছে, যে কারণে রান করতে পারছে না।  আমার বিশ্বাস, আগামীতে আমাদের যে ক্যাম্প হবে সেখানে কাজ করে সৌম্য রানে ফিরবে। ’

এমনিতে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে নান্নু সন্তুষ্ট, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি সেমিফাইনালে খেলা।  এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন। ’

এই অর্জনে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে বলেই তার বিশ্বাস, ‘সেমিফাইনালে খেলার সাহসই আগামী দিনে আরও ভালো খেলতে সাহস যোগাবে ক্রিকেটারদের।  আমাদের এই অর্জন ধরে রাখতে হবে।  আমরা নিউজিল্যান্ড সফর থেকেই দেশের বাইরে খেলছি।  তখন থেকেই কিন্তু দলের উন্নতি চোখে পড়ছে। ’
১৯ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে