সোমবার, ১৯ জুন, ২০১৭, ০৮:২৪:০৩

সাকিবই ক্রিকেটবিশ্বে ‘নম্বর ওয়ান’ অলরাউন্ডার

সাকিবই ক্রিকেটবিশ্বে ‘নম্বর ওয়ান’ অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর শেষে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এমনকি পরের চারটি স্থানও ধরে রেখেছেন অন্য অলরাউন্ডাররা।

তবে সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। ফলে ষষ্ঠ থেকে সপ্তম স্থানে নেমে গেছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। অষ্টম ও নবম স্থান ধরে রেখেছেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার ও ইংল্যান্ডের ক্রিস ওকস।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শীর্ষ দশজনের মধ্য ছিলেন না ভারতের বাঁ-হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে এবার তিনি জায়গা করে নিয়েছেন দশমস্থানে।

অলরাউন্ডারদের ওয়ানডে র‌্যাংকিং :
চ্যাম্পিয়ন্স শুরুর পূর্বে র‌্যাংকিং বর্তমান র‌্যাংকিং বর্তমান রেটিং খেলোয়াড়
১ ১ ৩৫৩ সাকিব আল হাসান (বাংলাদেশ)
২ ২ ৩৩৯ মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)
৩ ৩ ৩২৯ মোহাম্মদ নবী (আফগানিস্তান)
৪ ৪ ৩০৬ অ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলংকা)
৫ ৫ ২৯৯ জেমস ফকনার (অস্ট্রেলিয়া)
৭ ৬ ২৭৮ বেন স্টোকস (ইংল্যান্ড)
৬ ৭ ২৭৩ মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
৮ ৮ ২৫২ জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)
৯ ৯ ২৫১ ক্রিস ওকস (ইংল্যান্ড)
শীর্ষ ১০-এ ছিলেন না ১০ ২৪৭ রবীন্দ্র জাদেজা (ভারত)।

১৯ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে