সোমবার, ১৯ জুন, ২০১৭, ১১:২১:৩০

ফাইনালে ম্যাচ ফিক্সিং নাকি ব্যক্তিগত ক্ষোভ, কী ইঙ্গিত দিলেন হার্দিক পান্ডিয়া?

ফাইনালে ম্যাচ ফিক্সিং নাকি ব্যক্তিগত ক্ষোভ, কী ইঙ্গিত দিলেন হার্দিক পান্ডিয়া?

স্পোর্টস ডেস্ক:  চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পর গোটা দেশ অবাক। গতকাল ফাইনালে বিশ্বসেরাদের ছিটোফোঁটাও দেখা ‌যায়নি বিরাট কোহলিদের মানসিকতায়। ১৮০ রানে গোহারা হয়েছে ভারতীয় দল। সেই ব্যবধান আরও বাড়ত, ‌যদি না হার্দিক পান্ডিয়া থাকতেন।

তিনিই একা পাকিস্তান ব্যাটিংকে কচুকাটা করছিলেন। হার্দিকের ব্যাটিং দেখে বুকে ভরসা পাচ্ছিলেন ভারতীয়রা। ঠিক তখনই রান আউট হলেন এই তরুণ অলরাউন্ডার। ড্রেসিংরুমে ফিরে হার্দিক একটি ট্যুইট করেন হামে তো আপনোনে লুঠা. গেইরো মে কাঁহা দম থা (আমাকে তো নিজের লোকেরাই লুঠ করল, বাইরের লোকেদের সেই ক্ষমতা ছিল না)। ট্যুইটটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। সেটি সরিয়ে দেন হার্দিক পান্ডিয়া।

রবীন্দ্র জাডেজা খুচরো রান নেওয়ার জন্য হার্দিককে ডেকেছিলেন। কিন্তু তিনি এগোননি। স্বার্থপরের মতো ক্রিজ আঁকড়ে ছিলেন জাডেজা। এই ধরণের পরিস্থিতিতে ‌যে ভাল খেলছে, তাঁর জন্য আত্মত্যাগ করতে হয়। সেইসময় হার্দিক পান্ডিয়া দারুণ ফর্মে ব্যাট করছিলেন। সাদাবের একইওভারে পরপর তিনটে ছক্কা মারেন। তাঁর ব্যাটিং ভারতীয় দলকে আশার আলো দেখাচ্ছিল।

তিনি থাকলে অলৌকিক কিছু ঘটতেই পারত। এরকম পরিস্থিতিতেই তো ১৯৮৩ সালের বিশ্বকাপ সেমিফাইনালে কপিল দেব একাই ১৭৫ রান করে দলকে জিতিয়েছিলেন। কিন্তু জাদেজার স্বার্থপরতায় ও সর্বোপরি ভুল সিদ্ধান্তের জেরে রান আউট হন হার্দিক। এরপর দৃশ্যতই ক্ষোভে ফেটে পড়েন হার্দিক। ড্রেসিংরুমে গিয়েও তাঁর ক্ষোভ কমেনি। তিনি ট্যুইটারে লেখেন, আমাকে নিজের লোকরাই লুঠেছে। পরে সেটি সরিয়ে দেন। সেই ট্যুইটটির স্ক্রিনশট।

প্রশ্ন উঠছে. জাদেজার উপরে রেগে গিয়েই কী ওই ট্যুইট হার্দিক করেছিলেন? নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে। অনেকেই বলছেন, গড়াপেটার ইঙ্গিতও দিয়ে থাকতে পারেন হার্দিক পাণ্ড্য। সত্যিই কী তবে ফাইনালে গড়াপেটা হয়েছিল। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আমির সোহেলের ফাইনালের আগে মন্তব্য করেছিলেন,”পাকিস্তান নিজের কৃতিত্ব ফাইনালে ‌যায়নি। তাদের কেউ পাঠিয়েছে।”

বিরাট কোহলি অবশ্য সংবাদিক সম্মেলনে বলেছিলেন, হার্দিক রানআউটের পর আবেগপ্রবণ হয়ে পড়েছিল। ও ভেবেছিল ম্যাচটা ভারতের জেতা সম্ভব।‌
১৯ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে