বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৯:৫১:৫১

ভারতকে টপকিয়ে অস্ট্রেলিয়াকে ভয় দেখাচ্ছে পাকিস্তান, ফের কীর্তি গড়লেন সাকিব

ভারতকে টপকিয়ে অস্ট্রেলিয়াকে ভয় দেখাচ্ছে পাকিস্তান, ফের কীর্তি গড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক : আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে এসেছে পরিবর্তন। গতকাল ঘোষিত র‌্যাঙ্কিংয়ে স্টিভেন স্মিথকে হটিয়ে ফের শীর্ষস্থান দখল করেছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ও দ্বিতীয় টেস্টে দারুণ নৈপুণ্যের (৮৫, ৩৩*, ৮৮, ৭১ রান) প্রতিদান পেয়েছেন তিনি। তবে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন আগের মতো ডেল স্টেইন। তবে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠেছেন পাকিস্তানের ডানহাতি লেগ স্পিনার ইয়াসির শাহ। তার এ অভাবনীয় সাফল্যের পেছনে কাজ করেছে দুবাই টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষের ওই টেস্টে তিনি ১৮০ রানে ৮ উইকেট নেন। কিন্তু অলরাউন্ডার তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান। এছাড়া তিনি আগের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন। সর্বশেষ ঘোষিত এ র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দু’টিতে তারা দারুণ নৈপুণ্য দেখিয়েছে। প্রথমটি ড্র করার পর দ্বিতীয়টি জিতেছে ১৭৮ রানে। এতে দলীয় ও খেলোয়াড় প্রতিটি ক্ষেত্রে তাদের ব্যাপক উন্নতি। দলগতভাবে টেস্ট র‌্যাঙ্কিংয়ে তারা ভারতকে টপকে চতুর্থ স্থানে উঠেছে। তাদের সামনে এখন দ্বিতীয় স্থানে ওঠার দারুণ সুযোগ। এখন তাদের পয়েন্ট ১০১। শারজায় সিরিজের শেষ টেস্টে জিতলে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠবে। ওই টেস্ট জিতলে তাদের পয়েন্ট হবে ১০৬। একই পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। কিন্তু কম ম্যাচ খেলে সমান পয়েন্ট অর্জন করায় অস্ট্রেলিয়াকে হটিয়ে দ্বিতীয় স্থান দখল করবে পাকিস্তান। তবে শীর্ষস্থানের দক্ষিণ আফ্রিকাকে ছোঁয়াটা আপাতত অসম্ভব। কারণ ১২৫ পয়েন্ট নিয়ে নিজেদেরকে ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে গেছে তারা। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের নৈপুণ্যে পাকিস্তানের ব্যাটসম্যানদের উন্নতিও দারুণ। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ইউনুস খান উঠে এসেছন পঞ্চম স্থানে। দুবাই টেস্টে তিনি ৫৬ ও ১১৮ রান করেন। অন্যদিকে একই টেস্টে ১০২ ও ৮৭ রান কার মিসবাহ-উল-হক দখল করেছেন ১১তম স্থান। আর ৮৩ ও ৮৭ রান করা আসাদ শফিক ক্যারিয়ার সেরা ১২তম স্থানে উঠেছেন। এছাড়া বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে ওয়াহাব রিয়াজ। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং দেশ রেটিং প. দক্ষিণ আফ্রিকা ১২৫ অস্ট্রেলিয়া ১০৬ ইংল্যান্ড ১০২ পাকিস্তান ১০১ ভারত ১০০ নিউজিল্যান্ড ৯৯ শ্রীলঙ্কা ৯৩ ওয়েস্ট ইন্ডিজ ৭৬ বাংলাদেশ ৪৭ জিম্বাবুয়ে ৫ -এম জমিন ২৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে