বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ১০:৩৪:০০

দেখে নিন, বিপিএলে কোন দলের কত বাজেট?

দেখে নিন, বিপিএলে কোন দলের কত বাজেট?

স্পোর্টস ডেস্ক : বিপিএল খেলতে যাওয়া দলগুলো দুইভাবে খেলোয়াড় সংগ্রহ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে নিয়ন্ত্রিত নিলাম পদ্ধতিতে খেলোয়াড় নিয়েছে দল মালিকগুলো। কয়েকদিন আগে এ নিয়ে হোটেল রেডিসনে হয়ে যায় জমকালো আয়োজন। বিপিএলে দেশি খেলোয়াড়দের চেয়ে দ্বিগুন বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক। নিজস্ব উদ্যোগে খেলোয়াড় সংগ্রহ করার জন্য খরচ করতে হয়েছে আরো বেশি। বিপিএলে কোনো দলের কত বাজেট সেটি প্রকাশ করা হলো- দল দেশি খেলোয়াড় বিদেশি মোট (টাকা) কুমিল্লা ভিক্টোরিয়ানস ২.১৮ কোটি+ ৩.২০ কোটি ৫.৩৮ কোটি ঢাকা ডায়নামাইটস ১.৯৮ কোটি+ ৩.৩৬ কোটি ৫.৩৪ কোটি রংপুর রাইডার্স ১.৭৮ কোটি+ ৩.৪৬ কোটি ৫.২১ কোটি চিটাগাং ভাইকিংস ২.১৭ কোটি+ ২.৯৬ কোটি ৫.১৩ কোটি সিলেট সুপার স্টারস ২.১২ কোটি+ ২.৯৬ কোটি ৫.৮ কোটি বরিশাল বুলস ২.২৪ কোটি+ ২.৭২ কেটি ৪.৯৬ কোটি। ২৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে