বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ১২:৫৫:৫৭

সেই ৫টি দেশের ক্রিকেটাররা একযোগে বাংলাদেশ সফরে আসছেন!

 সেই ৫টি দেশের ক্রিকেটাররা একযোগে বাংলাদেশ সফরে আসছেন!

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে বাংলাদেশে খেলতে যাওয়া নিরাপদ নয় বলে মন্তব্য করে অস্ট্রেলিয়া। এখন দেখা যাচ্ছে এই বাজে মন্তব্যর জবাব নানা ভাবে পেয়ে যাচ্ছে তারা। ৩ টি বিশ্বকাপজয়ী দেশ একযোগেই বাংলাদেশে আসছে। বেশি দেড়ি নয় আর মাত্র ৩ মাস পরেই আসছে সে মুহূর্ত। ওই তিনটি দেশের পাশাপাশি আরো দুটি উদীয়মান ক্রিকেট শক্তির দেশ একই সময়ে উড়ে আসবে বাংলাদেশে। বিষয়টি খোলাসা করা যাক এবার। আসছে নতুন বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ঢাকায় চলবে এশিয়া কাপের আসর। প্রতিবেশি দেশ ভারতে নিরাপত্ত্বা নিয়ে প্রশ্ন ওঠায় টানা তৃতীয় বারের মত আয়োজক দেশ করা হয়েছে বাংলাদেশকে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় আসবে পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এ ছাড়া আইসিসির দুটি সহযোগী দেশ আফগানিস্তান ও আরব আমিরাত অংশ নিবে এই আসরে। বিপিএলের মাধ্যমে এই আসরের জন্য ভালো ভাবেই প্রস্তুতি সারার সুযোগ পাচ্ছে মাশরাফিরা। এবারের বিপিএল আসরে অংশ নিচ্ছে ৬ টি দল। আর ২০১৬ সালের এশিয়াকাপের লড়াইয়েও মেতে উঠবে ওই ৬ টি দেশ। ২৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে