বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭, ০৯:৪৯:৫৮

ভবিষ্যতে জাতীয় দলে খেলার জন্য অভিজ্ঞতাগুলো কাজে লাগবে: রনি

ভবিষ্যতে জাতীয় দলে খেলার জন্য অভিজ্ঞতাগুলো কাজে লাগবে: রনি

স্পোটস ডেস্ক: বেশ হইচই ফেলেই বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন আবু হায়দার রনি। জাতীয় দলে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে আবারো নজরে এসেছেন এ পেসার। জায়গা করে নিয়েছেন বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলে। যেটাকে বলা হয় জাতীয় দলে ঢোকার অন্যতম চাবিকাঠি। তবে এসব ভাবনা নেই রনির, নেই জাতীয় দলে ফেরার চ্যালেঞ্জ। এইচপি ক্যাম্প থেকে শিখে নেওয়াটাকেও প্রাধান্য দিচ্ছেন এ নবীন পেসার।

বৃহস্পতিবার শেষ হয় এইচপি ক্যাম্প। ঈদের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। ছুটি শেষে ফিরবেন ৩০ জুন। এর পর দিন রাতেই ধরবেন অস্ট্রেলিয়ার বিমান। সেখানে ৫টি ওয়ানডের পাশাপাশি ১টি তিন দিনের ম্যাচও খেলবেন তারা। এ সিরিজের লক্ষ্য নিয়ে রনি বলেন, ‘চ্যালেঞ্জের কিছু নেই। যাচ্ছি শেখার জন্য। মূল ফোকাস ওখান থেকে কিছু শিখে আসা। কোচ এবং টিম ম্যানেজম্যান্ট আমাদের সেভাবেই উপভোগ করতে বলেছেন। কেননা ভবিষ্যতে জাতীয় দলে খেলার জন্য এখনকার অভিজ্ঞতাগুলো কাজে লাগবে।’

অস্ট্রেলিয়ান কন্ডিশনে ক্রিকেট খেলে অভ্যস্ত নয় বাংলাদেশের ক্রিকেটাররা। তাই সেখানে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তারা। তবে ওই পরিবেশে মানিয়ে নিয়ে উইকেট অনুযায়ী বোলিং করার চ্যালেঞ্জটা নিচ্ছেন রনি। কঠিন হলেও দ্রুত শিখে নিতে বদ্ধপরিকর এ বাঁহাতি পেসার।

‘একজন পেশাদার খেলোয়াড় হিসেবে সব জায়গার চ্যালেঞ্জ নেওয়াটা আমাদের শিখতে হবে। ওখানকার আবহাওয়া এবং উইকেটের ধরণের কারনে আমাদের বোলারদের জন্য কাজটা আরও বেশি কঠিন। ওখানে আমাদের শিখতে হবে বাউন্সি উইকেটে কিভাবে বোলিং করতে হবে। এখনতো আমরা ফ্লাট উইকেটে বোলিং করি। ওখানে হয়তো বাউন্স এবং সুইংটা বেশি থাকবে।’

এইচপি দলের হয়ে ভালো খেলতে পারলে জাতীয় দলের দ্বারটা সহজেই উম্মুক্ত হবে, এ কথা জানেন রনি। তবে এসব না ভেবে অস্ট্রেলিয়ান কন্ডিশনে নিজেকে মানিয়ে নিয়ে ভালো পারফরম্যান্স করাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। একজন পেসার হওয়ায় জানেন অস্ট্রেলিয়ান কন্ডিশনে তার উপর দলের প্রত্যাশা অনেক। আর সে প্রত্যাশা মেটানোই লক্ষ্য এ নবীনের।
২২ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে