বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৩:৪১:৪০

রুবেলকে নিয়ে শঙ্কা, চিকিৎসক যা বললেন

রুবেলকে নিয়ে শঙ্কা, চিকিৎসক যা বললেন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট টিম বিপিএলের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। কয়েকদিন আগে আহত হয়েছিলেন মাশরাফি বিন মতুর্জা, তাসকিন ও রুবেল হোসেন। মাশরাফি ও তাসকিন শঙ্কামুক্ত। তারা সুস্থ রয়েছেন। এই আসর দুটির জন্য নিজেদের তৈরি করছেন তারা। তবে ভালো নেই রুবেল হোসেন। বিপিএলে অংশ নিতে পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে তাকে দলে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। রুবেলের আত্মবিশ্বাস তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিষ বিশ্বাস জানান, তাকে ফিট হয়ে ওঠার জন্য আরো দুই সপ্তাহ সময় নিতে হবে। রুবেল হোসেন জানান, সম্প্রতি ভারত সফরে ভালো কিছু করার চেষ্টায় কাফ মাসলে চোট পান তিনি। তিনি বলেন, চোটমুক্ত থাকার প্রধান উপায় হলো ফিটথাকা। আর জাতীয় দলের ক্রিকেটাররা এই বিষয়ে সচেতন বলে মনে করেন রুবেল হোসেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে রুবেল হোসেনের মাঠে নামা এখন হ্যাঁ বা না এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। ২৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে