স্পোর্টস ডেস্ক : মোটেই বসে নেই পাকিস্তান। নিজেদের মাটিতে ক্রিকেট আসর বসানো নিয়ে একদিকে চিন্তায় পাকিস্তানের ক্রিকেট বোর্ড।
তাই হয়তো বসে থাকতে চায়না পাকিস্তান। দুই-একদিনের মধ্যে ফের টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে সেই দেশে উড়াল দেবে পাকিস্তান। এর পরে ইংল্যান্ড রয়েছে পাকিস্তানের সামনে।
অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলতে যাবে পাকিস্তান। বিশ্বকাপের পর পাকিস্তান বাংলাদেশ সফরে আসে। পরে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলে।
জিম্বাবুয়ের বিরুদ্ধে সাফল্য পাওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জেতে পাকিস্তান। ফের জিম্বাবুয়ের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ও ৩ টি ওয়ানডে খেলতে হারারেতে যাচ্ছে পাকিস্তান।
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক তার টিম নিয়ে প্রথমে যাবেন। ২৭ ও ২৯ সেপ্টেম্বর দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজাহার আলীর নেতৃত্বে যাবে ওয়ানডে দল।
অক্টোবরের ১, ৩ ও ৫ তারিখে অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ। সিরিজের পরিসর কম না হলেও সময় খুবই সীমিত। প্রায় এক সপ্তাহের মধ্যেই হবে দ্বিপাক্ষীয় এই টুর্নামেন্ট।
১৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর