বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৪:১৯:৩৩

দুই বাংলার লড়াইয়ে কে জিতবে?

দুই বাংলার লড়াইয়ে কে জিতবে?

স্পোর্টস ডেস্ক : স্বরণকালের মধ্যে বড় একটি ফুটবল আসরের আয়োজন করে চট্টগ্রাম আবাহনি ক্লাব। এই আসরে চমক দেখিয়েছে ঢাকা আবাহনি। অন্যদিকে শক্তির দাপট দেখিয়ে ও আসর কাঁপিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ওপার বাংলার ক্লাব ইস্ট বেঙ্গল। এখন ফাইনালের টিকিট পেতে লড়াইয়ের মুখোমুখি হচ্ছে এই দুটি টিম। ওপার বাংলার কলকাতা মোহামেডানকে কাঁদিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ঢাকা আবাহনি। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গড়াবে এই ম্যাচ। ঢাকা আবাহনির কোচ জসিম উদ্দিন জোসি তার দল নিয়ে সন্তুষ্ট। তবে বাধা এখানে খেলোয়াড়দের অসুস্থতা। ঢাকা আবাহনির প্রায় ৫-৬ জন খেলোয়াড় ভুগছেন জ্বরসহ নানা অসুস্থতায়। এই ফুটবল আসরে প্রথমবারের মত বড় সাফল্যর পথে হাঁটা ঢাকা আবাহনির চিন্তায় এখন এই প্রসঙ্গ। ধারনা করা যায়, অসুস্থতার কারণে বেশ কয়েকজন ভালো ফুটবলারকে মাঠের বাইরে রেখে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলবে ওই ক্লাবটি। সবাই এখন দেখার অপক্ষোয় দুই বাংলার এই লড়াইয়ে কে জিতবে? ২৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে