২০১৫ বিপিএলে নজর কাড়বেন যে দুই রেকর্ডধারী নতুন মুখ
স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে লক্ষ্য করা গেছে বিদেশি ক্রিকেটারদের আধিক্য। শুধু পাকিস্তান থেকেই আসছে ৫২ জন ক্রিকেটার। অন্যদিকে নতুনদের ভিড়ও রয়েছে লক্ষ্যণীয়।
এদের কারণে জাতীয় দলের অনেক তারকার দিকে দৃষ্টি দেয়নি দল মালিকগুলো। তরুণদের মধ্যে তোলপাড় সৃষ্টি করা দুইজন ক্রিকেটার রয়েছেন যারা প্রথমবারের মত বিপিএল খেলতে যাচ্ছেন।
বিপিএলের আগে প্রতিপক্ষের বিরুদ্ধে ঝড় তুলে হৈচৈ সৃষ্টি করেছেন দুইজনেই। বোলিংয়ে এমন তারকা হলেন মুস্তাফিজ অন্যদিকে ব্যাটিংয়ে হলেন মোসাদ্দেক হোসেন সৈকত।
কাকতালীয়ভাবে সত্য যে এরা দুইজনেই খেলবেন ঢাকা দলের হয়ে। তরুণদের মধ্যে দুই বিভাগের দুই সেরা খেলোয়াড় মুস্তাফিজ ও সৈকত। বোলিংয়ে জাতীয় দলের হয়ে মুস্তাফিজের রয়েছে নজর কাড়া রেকর্ড।
অন্যতিকে ৭৭ রানের উপরে গড়সহ এক মৌসুমে টানা ৩ টি ডাবল সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে সৈকতের। এই দুই নজর কেড়ে নেয়া ক্রিকেটারের দিকে তাকিয়ে আছে অসংখ্য ক্রিকেটপ্রেমী।
২৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর