বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৬:০৫:৩৮

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক: হোম সিরিজে একের পর এক জয় পেয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের মাটিতে ক্রিকেট পরাশক্তি ভারত-আফ্রিকাকে পর্যন্ত নাজেহাল করতে ছাড়েনি লাল-সবুজের টাইগাররা। হোম সিরিজে টাইগারদের এমন সাফল্যে দেশবাসি থেকে শুরু করে বেশ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এবার ২ নভেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছেন জিম্বাবুয়ে ক্রিকেট দল। শেষ কয়েক ম্যাচের জরিপ বিবেচনা করলে দেখা যায় সফরকারী জিম্বাবুয়ে দল বাংলাদেশের চেয়ে খানিকটা দুর্বল। সফরকারীরা আংশিক দুর্বল প্রতিপক্ষ হলেও আসন্ন সিরিজটাকে বেশ গুরুত্বসহকারে দেখছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বলেন, ‘সম্প্রতি হোম সিরিজ গুলোয় আমরা ভালো ক্রিকেট খেলছি। আর আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ফর্মটা ধরে রাখা। জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টিও আছে। এরপর বিপিএল। বিশ্বকাপের আগে এই খেলা গুলো খুবই গুরুত্বপূর্ণ। আসলে প্রতিটা সিরিজই খুব গুরুত্বপূর্ণ। তাই জিম্বাবুয়ে সিরিজসহ প্রত্যেকটি সিরিজই আমরা গুরুত্ব দিয়ে দেখি।’ আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড এরই মধ্যে ক্রিকেট বোর্ডে জমা দিয়েছেন বাংলাদে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ মুহুর্তে ১৮ জনের দল আমরা বোর্ডে জমা দিয়েছি। কাল থেকে তাদের নিয়ে অনুশীলন শুরু হবে। টিমে বেস্ট পসিবল কম্বিনেশন করার চেষ্টা করেছি।’ বর্তমানে বাংলাদেশ দলের বেশির ভাগই খেলোয়াড়ই ইনজুরিতে রয়েছেন।মাশরাফি-রুবেল থেকে শুরু করে স্পিড মাস্টার তাসকিন সবাই ছোট-খাট ইনজুরিতে ভুগছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাসকিন-রুবেল ও শফিউলদের কথা বিবেচনা করে জিম্বাবুয়ের বিপক্ষে দল গঠন করা হয়েছে।’ ২৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে