বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৭:৫৩:১০

‘ধোনির সময় ফুরিয়ে আসছে’

‘ধোনির সময় ফুরিয়ে আসছে’

স্পোর্টস ডেস্ক: সাম্প্রতি ধোনির নেতৃত্বে ভারত ক্রিকেট টিম খুবই বাজে পারফরম্যান্স করছে। তাতেই তার ওপর বেশ চটেছেন দেশটির ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে সাধারণ ভক্ত-সমর্থকরা। ধোনির সাম্প্রতিক বাজে পারফরম্যান্সে বেশ চটেছেন দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচক মহিন্দর অমরনাথ। টাইমস অব ইন্ডিয়ায় লেখা এক কলামে অমরনাথ ধোনির সময় ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন। বলেছেন, এটাই সময় বিরাট কোহলিকে টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্বও দেওয়ার। অমরনাথ ভারত দলের বর্তমান অধিনায়ককে রক্ষনাত্মক অধিনায়ক আখ্যা দিয়ে লিখেছেন, ‘ধোনি এমনই একজন রক্ষণাত্মক অধিনায়ক যে প্রতিপক্ষকে সব সময় ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয়।’ ভারতের হয়ে স্বল্প ওভারের আসর ও একদিনের আসরে সাফল্য এনে দেয়ার পরও ধোনির অধিনায়কত্বের রেকর্ড অমরনাথের চোখে ‘খুব বড় কিছু নয়’। লিখেছেন, ‘ভারতের অন্যান্য অধিনায়কের মতো ধোনিরও দেশের মাটিতে রেকর্ড ভালো। এ আর এমন কী!’ ভারতের পরবর্তী ধারা বিরাট কোহলির হাতে। তার হাতে নির্ভর করছে আগামীর ভারত। লিখেছেন, ‘সাম্প্রতিক সিরিজগুলোতে দেখা যাচ্ছে, যেদিন কোহলি ভালো করে, সেদিন ভারতীয় দলও ম্যাচ জেতে। ভারতীয় ক্রিকেটের পরবর্তী ধারা কোহলিকে কেন্দ্র করেই।’ ২০১১-১২ মৌসুমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থেকে টানা আট টেস্ট হেরে ফেরার পর ধোনিকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন তখনকার প্রধান নির্বাচক অমরনাথ। কিন্তু ধোনির ওপর ভারতীয় ক্রিকেট বোর্ডের সে সময়ের প্রধান এন শ্রীনিবাসনের আশীর্বাদ থাকায় উল্টো অমরনাথকেই প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল। সেই অমরনাথ আবারও নাকি আবারও প্রধান নির্বাচক পদে বসতে যাচ্ছেন। আগামী মাসের শুরুতে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভাতে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। ঘটনা সত্যি হলে ছোট ফরম্যাটেও যে ধোনির অধিনায়কত্ব হুমকির মুখে পড়তে যাচ্ছে, এ কথা বলে দেওয়াই যায়। সময়টা আসলেই খারাপ যাচ্ছে ‘ক্যাপ্টেন কুলে’র! সূত্র : প্রথম আলো

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে