বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৮:০৯:১৮

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে আফ্রিদি, দিলেন ৫০ লাখ রুপি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে আফ্রিদি, দিলেন ৫০ লাখ রুপি

স্পোর্টস ডেস্ক: স্বরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে পাকিস্তানেই নিহত হয়েছেন ২৪৮ জন মানুষ। এছাড়াও আহত হয়েছেন বহুমানুষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এই সব মানুষদের পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিখ্যাত ক্রিকেটার শহিদ আফ্রিদি। অনুদান হিসেবে দিয়েছেন ৫০ লাখ পাকিস্তানি রুপি। ভয়াবহ ভূমিকম্পের পর পেশোয়ারের লেডি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবরও নেন তিনি। আফ্রিদির চ্যারিটি ফাউন্ডেশন ‘দ্য শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন (এসএএফ) ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ লাখ পাকিস্তানি রুপি অনুদান ঘোষণা করে। প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে আফ্রিদির এই ফাউন্ডেশন নিয়মিতভাবেই অনুদান দিয়ে থাকে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হকও। ২৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে