অবসর নিলেন বিশ্বের সর্বোচ্চ গোলদাতা সেই নারী ফুটবলার
স্পোর্টস ডেস্ক: অবশেষে ১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে চলছেন যুক্তরাষ্ট্রের মহিলা ফুটবলের কিংবদন্তী অ্যাবি ওয়ামব্যাচ। ৩৫ বছর বয়সী ওয়ামব্যাচ তার বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড ১৮৪ টি আন্তর্জাতিক গোল করেছেন।
ইএসপিএন-এর হিসেব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের হয়ে প্রতি ৯৯.৩ মিনিটে তিনি গড়ে একটি করে গোল করেছেন।
যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন ২৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরভ অর্জন করেছেন ওয়ামব্যাচ। তার ১৮৪ টি গোলের রেকর্ডের ধারে কাছেও নেই সেদেশের কোনো পুরুষ বা নারী ফুটবলার ।
যুক্তরাষ্ট্রের হয়ে চলতি বছরের নারী বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ওয়ামব্যাচ। আগামী ১৬ ডিসেম্বর নিও ওরলিন্সে চায়নার বিপক্ষে প্রীতি ম্যাচটিই হবে তার ফুটবলীয় ক্যারিয়ারের শেষ ম্যাচ।
এক বিবৃবিতে অবসরের বিষয়টি নিশ্চিত করতে গিয়ে ওয়ামব্যাচ বলেছেন, ‘বন্ধু, পরিবার, সতীর্থ ও কোচিং স্টাফদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে যাচ্ছি। বিশ্বকাপের শিরোপাটা যুক্তরাষ্ট্রে আনার পরেও এখনো মহিলা ফুটবলে আমাদের অনেক কাজ বাকি আছে। যুক্তরাষ্ট্রের মহিলা ফুটবলের ভবিষ্যত নিয়ে আমি দারুণ আশাবাদী। ক্যারিয়ারের পুরো সময়টা দারুণ উপভোগ্য ও চমৎকার ছিল। দেখা যাক, জীবনের পরবর্তী অধ্যায়ে আমার জন্য কি অপেক্ষা করছে।’
চারটি বিশ্বকাপে খেলার বিরল অভিজ্ঞতা সম্পন্ন ওয়ামব্যাচ কানাডাতে অনুষ্ঠিত চলতি বছরের বিশ্বকাপে শিরোপা ঘরে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশ্বকাপ ছাড়াও দুটি অলিম্পিকে অংশ নিয়ে ২০০৪ এথেন্স ও ২০১২ লন্ডন আসরে যুক্তরাষ্ট্রতে স্বর্ণপদক উপহার দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তী মহিলা ফুটবলে অসামান্য অবদানের জন্য ওয়ামব্যাচের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ জিল এলিস বলেছেন, ‘অ্যাবি যুক্তরাষ্ট্রের মহিলা ফুটবলের চেহারা বদলে দিয়েছেন।সে নিজের প্রতিভা দিয়েই বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে পরিচিত করেছে। সার্বিকভাবে সে মহিলা ফুটবলের জন্য যা করেছে তা সবার জন্য অনুকরণীয়। তার অসাধারণ ব্যক্তিত্ব ও প্রতিভা এখানে কাজে লেগেছে। বিশ্বকাপের দারুণ একটি শিরোপাকে সঙ্গী করে সে ফুটবল থেকে বিদায় নিচ্ছে, এজন্য আমি দারুণ খুশী। শিরোপাটা তার প্রাপ্য ছিল, এর থেকে ভালো সময় আর হতে পারে না।
২৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর